সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

হাশরের মাঠ বড়োই কঠিন

হাশরের মাঠ বড়োই কঠিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

হাশরের মাঠ বড়োই কঠিন 
ঋণের বোঝা নিয়ে যেওনা তুমি 
ঋণের বোঝা নিয়ে যেওনা ।
যাকে আপন করছো তুমি 
সেউ তো কাছে আসবেনা সেদিন 
সেউ তো কাছে আসবেনা । 
হাশরের মাঠ বড়োই............... 

খিয়াল খুশি যদি 
তুমি করো ঋণ, 
কি জবাব দেবে ওই 
হাশরের দিন !
সেইদিন আশার আগেই তৈরি থাকো
যেওনা ভুলে যেওনা তুমি 
যেওনা ভুলে যেওনা ।
হাশরের মাঠ বড়োই............... 

কতো পাপ জানিনা 
হয়েছে জমা, 
হে প্রভু মোদের 
করে দিও ক্ষমা । 
এই মিনতি তোমার কাছে প্রভু 
করি মুক্তি কামনা মোরা ।
করি মুক্তি কামনা ।
হাশরের মাঠ বড়োই............... ।।

শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

গল্পের ছলেও বলো না তুমি

গল্পের ছলেও বলো না তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গল্পের ছলেও বলো না তুমি
অসৎ কোনো কথা, 
যে কথা তোমার ধ্বংস করে 
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. 

কিরামান কাতেবীন ব্যস্ত সদা
লিখতে তোমার অমল, 
বুঝবে সেদিন আমল গুলো 
নকল কি‍'বা আসল । 
সেদিন আমলনামা নকল হলে.. 
লাগবে শুধুই ব্যাথা । 
যে ব্যাথা তোমার ধ্বংস করে
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. 

সত্য কথা বলায় যদি 
যায় চলে জীবন, 
তবু!হাসি মুখে জীবন দিও 
নেই তাতে বারণ । 
যদি মনের মাঝে না জেগে ওঠে... 
ওই শহীদের কথা ।
জানবে তবে শূন্য তোমার 
নেকির ওই খাতা । 
গল্পের ছলেও .................. ।।


মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

চলো না যায় বেড়াতে

চলো না যায় বেড়াতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়, 
যেখানে পাখিদের কলরবে ভোর হবে 
সেই ঠিকানায় । 
হোকনা সে বহুদুর  
শীত আনন্দে সুমধুর  
চলো না কন্ঠ ছাড়ায় ।
চলো না যায় বেড়াতে........... 

যেখানে হিমেল হাওয়া ওই
যায় বয়ে যায়, 
যেখানে শিশির ভেজা বনে দুটি 
পা ভিজে যায় ।  
যেখানে ফুল গোলাপী ছড়ায় সুরভী
আপন ভাবনায় ।
চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়...
চলো না যায় বেড়াতে...........

এই ধরাতে রবের সৃষ্টি 
কতো'ই যে নিয়ামত, 
রাতে দিনে অজানাতে
মোরা করি উপভোগ । 
চলো না ওই কুয়াশার মাঝে আশার 
চাওয়া'টি চেয়ে নিই ।
চলো না যায় বেড়াতে এই শীতে
দূর অজানায়...
চলো না যায় বেড়াতে...........।।



শিক্ষা নিয়ে মোরা হবো'ই বড়ো

শিক্ষা নিয়ে মোরা হবো'ই বড়ো  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

শিক্ষা নিয়ে মোরা হবো'ই বড়ো 
জ্ঞনের প্রতি তাই ভালোবাসা, 
দিকে দিকে ছড়াবো তাই সে জ্ঞান 
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা । 

মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার )
আ...আ....আ...... আ..... 

যে শিক্ষা মানুষের দেখাই সুপথ 
আমরা সে পথের পথিক হবো,  
শিক্ষার আঙ্গিনায় গড়বো এ দেশ 
এই প্রতিজ্ঞা'ই এগিয়ে যাবো..
মোরা এই প্রতিজ্ঞা'ই এগিয়ে যাবো । 
এই আশা নিয়ে চলেছি পথে ওই...
ঘোচাবোই হতাশা । 
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা ।

মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার )
আ...আ....আ...... আ..... 

মোরা মানুষের মতো গড়বো মানুষ 
শিখাবো নৈতিকতা, 
দিনেরই শেষে উঠবে গড়ে সে 
শিখবে মানবতা... 
সে শিখবে মানবতা ।
এই আশা নিয়ে চলেছি পথে ওই...
ঘোচাতেই আমানিশা ।
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা । 

মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার ) 
আ...আ....আ...... আ..... ।।

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

তোমার নজর উদ্ধ যদি হয়

তোমার নজর উদ্ধ যদি হয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমার নজর উদ্ধ যদি হয় 
সময় করবে অপচয়, 
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।  

যে নজর তোমার ধ্বংস করে 
ওই আখেরাত, 
অনেক পাওয়ার আশায় দেখো 
ঝরে যায় হায়াত ।
নেক নজর দিয়ে দেখো পৃথিবী...
থাকতে সময় ভাই ।
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।  

শয়তান তোমার পদে পদে 
করে অনুসরণ, 
ভালো কাজ করতে শুধু 
মন'কে করে বারণ । 
ভালো পথে রাখতে নজর...  
ঈমান আনতে হয় ।
তাই বলবো সদা রবকে তুমি 
করো ও ভাই ভয় ।। 




শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

নেশা মুক্ত করতে সমাজ

নেশা মুক্ত করতে সমাজ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

নেশা মুক্ত করতে সমাজ 
করো যদি অঙ্গীকার, 
রবের পক্ষ থেকেই পাবে 
মদদ হাজার হাজার । 

এ ওয়াদা করেছেন 
স্বয়ং রব, 
মমিনে'রা করে তাই 
অনুভব । 
তুমি বিচলিত হয় দেখো... 
মুনাফিক বারবার । 
নেশা মুক্ত করতে......... 

কতো জীবন দেখো ওই 
ধংসের কিনারায়,  
শত শত মায়ের কোল 
প্রতিদিন খালি হয় ।
আর কতোদিন দেখতে হবে...
এ জুলুম কারবার ।
নেশা মুক্ত করতে.........।।

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

কতো পাপ করেছি প্রভু

কতো পাপ করেছি প্রভু 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কতো পাপ করেছি 
প্রভু জানিনা, 
আমাদের পাপের দিকে 
তুমি দেখোনা। 

রব্বানা...রব্বানা...
রব্বানা...রব্বানা... 
কতো পাপ করেছি ............

তোমারি হুকুম মেনে 
পারিনি চলতে, 
ভুলেছি তোমার কাছে 
সবকিছু চাইতে ।
তবু তুমি আমাদের ভালোবাসো সীমাহীন... 
রব্বানা ।

রব্বানা...রব্বানা... 
রব্বানা...রব্বানা...  
কতো পাপ করেছি ............

তোমারি অবাধ্যতায় কেটে গেছে
দিন রাত,
দ্বীন কায়েমের পথে কতো 
দিয়েছি ব্যাঘাত । 
তবু তুমি আমাদের ভালোবাসো সীমাহীন... 
রব্বানা । 

রব্বানা...রব্বানা... 
রব্বানা...রব্বানা...   
কতো পাপ করেছি ............।।



বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

জাহেলি সমাজ থেকে

জাহেলি সমাজ থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জাহেলি সমাজ থেকে করো হেফাজত 
ওগো দয়াময়..ওগো দয়াময়,
পাপের কালিমা যেন না লাগে গায়..
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় । 

যুগে যুগে ফিরাউন 
হয়ে আছে দ্বিগুণ 
সবকিছু করে লয়... সবকিছু লয়, 
মমিনের ঘাঁটি ভেঙে 
বেইমান বেঁচে কিনে 
ঈমান'কে কেড়ে নিতে চায়.. নিতে চায় । 
নামধারী মুনাফিক থেকে করো হেফাজত
ওগো দয়াময়..ওগো দয়াময়, 
পাপের কালিমা যেন না লাগে গায়.. 
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় । 
জাহেলি সমাজ থেকে..............

দাজ্জাল পদে পদে 
ফেলিতে চাই বিপদে 
তাই লাগে ভয় শুধু... তাই লাগে ভয়, 
ঈমান'টা বুঁদ বুঁদ 
নেই মোদের মজবুত 
এখন কি উপায় বলো... এখান কি উপায় । 
তাই মোদের হিফাজত করো ওগো নাজাত 
ওগো দয়াময়..ওগো দয়াময়, 
পাপের কালিমা যেন না লাগে গায়..
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় ।
জাহেলি সমাজ থেকে..............।।



মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

তোমাকেই হতে হবে লাশ

তোমাকেই হতে হবে লাশ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তোমাকেই হতে হবে লাশ,
একথা হয়ে আছে ফাঁস ।
তবে কেন রবের প্রতি... 
এতো কম বিশ্বাস !

দাদা এলো বাবা এলো 
আসবে ছেলে জানি,
দাদার কাঁদে নাতির লাশ 
কখনো কি দেখনি ! 
এমন চলে যাওয়াটা'কে... 
করো না উপহাস! 
তোমাকেই হতে হবে.......... 

অট্টালিকা বানাও তুমি 
ক'দিন থাকবে বলে, 
হাজার বছর বাঁচার কি আর
সুযোগ তুমি পেলে? 
তবে কেন স্বপ্নের পিছে... 
জীবন হয় হাঁসফাঁস ! 
তোমাকেই হতে হবে.......... ।।




সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

লাশ

লাশ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কতো লাশ দেখি মোরা 
আমি লাশ নই, 
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... 

এই ধরাতে সৃষ্টি তাহার
আছে যতো মাখলুকাত, 
সেরা সৃষ্টি আমরা মানুষ 
দেখুন কুরআনের আয়াত । 
তবু কেন যায় ভুলে যায়..... 
শয়তানের অনুগত হই ।
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... 

যিনি দিলেন তোমার আমার 
বোঝবার মতো মন, 
তার নিয়ামত কেমনে ভুলে 
যাও রে নাফারমান । 
সময় তোমার আর বেশি নয়.... 
একথা মিছে নই ।
দম ফুরাবে জেনেও কেন 
রব'কে ভুলে রই । 
কতো লাশ দেখি...... ।। 




মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ওরে কাবা'রে

ওরে কাবা'রে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ওরে কাবা'রে.. 
ওরে কাবা'রে, 
তোর কাছে যেতে আমার
মনটা কাঁদে রে । 
ওরে কাবা'রে...... 

তোর বুকেতে ছিলেন আমার 
প্রিয় নবীজি, 
সেই নবীর প্রতি আল্লাহ তায়ালা 
ছিলেনও রাজি । 
আল্লাহ তাআলা যেথায় রাজি 
আমিতো চাই হতে হাজী 
বাসা বেঁধে আছে আশা 
মনটার ভিতরে ।
ওরে কাবা'রে........... 

তোর ছোঁয়া পেতে চাই আমার
মনটা বারেবার, 
তবে সেজদাতে পাবো আমি 
রবের দিদার । 
সেই রবের দিদার পেতে এ মন 
যাক হয়ে যাক রক্ত ক্ষরণ 
তবু যেন মনটা হুহু করে ।
ওরে কাবা'রে........... ।।

দ্বীনের পথে থাকতে তোমার

দ্বীনের পথে থাকতে তোমার
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

দ্বীনের পথে থাকতে তোমার 
কেন এতো লাজ, 
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................

না চাওয়াতে যায় পেয়ে যায় 
মনের চাওয়া যতো, 
মনকে প্রশ্ন করে দেখো 
তার নিয়ামত কতো ! 
যার নিয়ামতের নাই সীনা....... 
তিনিই শ্রেষ্ঠ রাজ, 
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................

ইচ্ছা মতো জীবন যাপন
করলে তুমি ভাই, 
মরতে হবে গেছো ভুলে 
এই দুনিয়ায় । 
শুনে রাখো পরতে হবে...... 
জাহান্নামের তাজ ।
এসো আল্লাহ তায়ালার হুকুম মেনে 
করি মোরা কাজ । 
দ্বীনের পথে................।।



এই ধরাতে

এই ধরাতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

ও... ও... ও.......
আ...আ...আ...... ঐ
এই ধরাতে... 2বার
সীমালংঘন করোনা 
যুবক যুবতী । 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।

মানুষের পরিচয়
মানুষ হওয়া, 
অন্যায় ও কূ'কামে 
না যাওয়া। 2বার
তাই'তো আঁধারেও জ্বলে বাতি..... 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।
ও... ও... ও.......
আ...আ...আ......  

ওই দেখো কত যুবক 
হচ্ছে শহীদ, 
অন্যায় রুখেছে 
বীর মুজাহিদ । 2বার
জীবন'কে ঝুঁকি নেওয়া মানব নীতি.... 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।
ও... ও... ও.......
আ...আ...আ......  
এই ধরাতে.............।।

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

রহমান

রহমান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

রহমান..রহমান..রহমান..রহমান..

রহমান তোমার মতে তোমার পথে 
আমাকে কবুল করে নাও, 
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান.. 

রহমান ওই আকাশের হুরবালারা
তোমার হুকুম মানে, 
রহমান চাঁদ সূর্য গ্রহ তারা 
মগ্ন তোমার ধ্যানে ।
রহমান তোমার রহম ধারা বোঝার... 
দাও তাওফীক দাও।
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান.. 

রহমান তোমার নামেই ওই পাপিয়া 
গান গেয়ে যায়,
রহমান ফুল কলি'রা ছন্দ তালে
খোশবু যে ছড়ায় ।
রহমান তোমার হুকুম মেনে চলার...
দাও তাওফীক দাও।  
রহমান হক বাতিলের দ্বন্দ্ব থেকে
আমাকে নাও বাঁচিয়ে নাও । 

রহমান..রহমান..রহমান..রহমান..
রহমান তোমার মতে........... ।।

জানিনা কতদিন

জানিনা কতদিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জানিনা কতদিন কথা বলার 
সুযোগ আছে, 
ফোরালে সময় যেতে হবেই 
রবের কাছে ।
তাইতো রেখে যেতে চাই 
কিছু গান... 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান । 
জানিনা কতদিন............

আমার কাজের মাঝে খুঁজে পেতে চাই
রব যে তোমার, 
অহংকারে যেন নিজেকে না করি শেষ 
হে পরওয়ারদেগার । 
তাইতো তোমারি গান লিখে যায় 
হে রহমান, 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান । 
জানিনা কতদিন............

আমার থেকে তুমি নাও সবকিছুই 
বিনিময়ে দিও জান্নাত,
তোমার কাজে সদা ব্যস্ত থাকার 
দাও আমায় হিম্মত ।  
তাইতো তোমারি গান লিখে যায় 
হে রহমান, 
যে গান হৃদয়কে কম্প ধরিয়ে 
বাড়াবে ঈমান ।
জানিনা কতদিন............।।

রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

কেউ কারো নয়

কেউ কারো নয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কেউ কারো নয়
এই দুনিয়ায়, 
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
ও..মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।

জানি সব রেখে তোমার 
চলে যেতে হবে, 
ক্ষণস্থায়ীর এ জীবনে 
রবে না কেউ রবে । 
তবু কেন এতো আশা... 
ও ভাই..তবু কেন এতো আশা 
এই বুকে জমে রয় ।
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
কেউ কারো নয়.......... 

আপন যাদের বলো তুমি 
আপন শুধুই ভবে,
স্বার্থ ফুরালে তারা 
দূরে দূরে পিছে রবে । 
তাইতো বলি আপন শুধু...
ও ভাই..তাইতো বলি আপন শুধু 
রব ছাড়া কেহ নয় ।
মিছে মিছে শুধু 
আপনের অভিনয় ।  
কেউ কারো নয়.......... ।।

শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

যদি আমার আচারণে ও ভাই

যদি আমার আচারে ও ভাই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি আমার আচারণে ও ভাই
কষ্ট পেয়ে থাকো, 
দোহাই তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 

আল্লাহ তাআলা করবে ক্ষমা 
জানি মোদের পাপ, 
বন্ধু ক্ষমা হবেনা তোমার 
দেওয়া অভিশাপ । 
তাই বন্ধু তুমি আমার প্রতি... 
কঠর হয়োনা নাকো ।
দোহাই ‌তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 
যদি আমার আচারণে......

বনী আদমকে করলে ক্ষমা 
তুমিও পাবে ক্ষমা,
সকল কাজের প্রতিদান ওই 
হবে আমলনামায় জমা । 
তাই বন্ধু তুমি হও হৃদয়বান 
ভুলে যেও নাকো ।
দোহাই ‌তোমার কাছে আমার
ক্ষমার চোখে দেখো । 
যদি আমার আচারণে......।।



কার নামেতে কুহু কুহু

কার নামেতে কুহু কুহু 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কার নামেতে কুহু কুহু 
করছিস কোকিল ছানা, 
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা । 

ওই অজানায় যাচ্ছিস উড়ে 
দুটি পাখা মেলে, 
যিনি তোকে শক্তি দিলো 
তাঁকেই স্রষ্টা বলে ।
তোর কন্ঠের মিষ্টি সুরে...
ওরে তোর কন্ঠের মিষ্টি সুরে 
মনটা হয় দিওয়ানা । 
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা ।  
কার নামেতে............  

তুই যে স্বাধীন তাই প্রতিদিন 
গাইতে পারিস গান,
কে'বা তোকে করলো স্বাধীন 
ওরে ভাগ্যবান । 
তাইতো তোরে বলবো আমি... 
ওরে তাইতো তোরে বলবো আমি 
ভুলিস না রাব্বানা ।
কে'বা তোরে সময় মত 
দিচ্ছে মুখে দানা ।  
কার নামেতে............ ।।


শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

দীপ্ত আলো জ্বেলেছি মোরা

দীপ্ত আলো জ্বেলেছি মোরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দীপ্ত আলো জ্বেলেছি মোরা 
এ আলো অনেক দামী, 
সোনার ছেলেমেয়ে উঠবে গড়ে 
হলি চাইল্ড একাডেমি । 

হলি চাইল্ড একাডেমি........ (একাধিক বার) 

আমাদের শপথ গড়বো এ দেশ 
শিক্ষার আঙ্গিনায়,  
শস্য ফসলের মতো হেসে 
ভরবে নতুন পাতায় । 
সেই আশাতেই এগিয়ে যাওয়া...
গড়তে নতুন ভুমি ।
সোনার ছেলেমেয়ে উঠবে গড়ে 
হলি চাইল্ড একাডেমি । 

হলি চাইল্ড একাডেমি........ (একাধিক বার) 
দীপ্ত আলো জ্বেলেছি................ 

শিক্ষাদানে সদা এগিয়ে যাবো 
মানুষ গড়ার লক্ষ্যে, 
নৈতিকতা দিয়ে গড়বো সমাজ 
থাকবো সত্যের পক্ষে । 
সেই আশাতেই এগিয়ে যাওয়া...
গড়তে নতুন ভুমি ।
সোনার ছেলেমেয়ে উঠবে গড়ে 
হলি চাইল্ড একাডেমি । 

হলি চাইল্ড একাডেমি........ (একাধিক বার) 
দীপ্ত আলো জ্বেলেছি................ ।।

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

হেদায়াতের বাণী

হেদায়াতের বাণী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি হেদায়াতের বাণী যদি 
যাও পেয়ে যাও, 
সেই বাণী'টাকে আঁকড়ে ধরে 
জীবন'টা সাজাও । 

মরিচিকার.. মাঝে নিজেকে 
নষ্ট করো না, 
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  

ও ভাই অবহেলায় কাটলে দিন 
পড়বে মুসিবতে, 
বঞ্চিত হবে তুমি 
রবের রহম হতে । 
তাইতো তোমার.. করি অনুরোধ 
সুযোগ ছেড়ো না । 
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  
তুমি হেদায়াতের............

এই জীবনে স্বপ্ন পূরণ 
করতে হলে তোমার, 
গভীর রাতে রবের কাছে 
চাও পেতে দিদার । 
সেই দিদারে.. মনের কথা 
বলতে ভুলো না ।
সত্য বিজয় হবে শোনো 
হতাশ হয়ো না ।  
তুমি হেদায়াতের............।।



মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

হে রব

হে রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হে রব...
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও, 
জাহান্নামের আগুন থেকে 
নাও বাঁচিয়ে নাও ।

কতো পাপ করেছি 
আমি অ'জানাতে,
কতো ভুলের পিছু হেঁটে 
চলেছি ভুল পথে ।
তবু তুমি আমাদের.....
আহার জোগাও ।
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও....... ।
হে রব........ 

চাইলে তুমি আমাদের 
শাস্তি দিতে পারো, 
তোমার সমান ক্ষমতা 
নেই যে কাহারো ।
তুমি অসীম সীমাহীন….
আঁধারে বাতি জ্বলাও ।
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও... ।
হে রব........ ।।

সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

যন্ত্রণা তোকে

যন্ত্রণা তোকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যন্ত্রণা তোকে পিড়া দেয় যদি 
কি করবি তখন বল!
যন্ত্রণা থেকে বাঁচার জন্য তাই
বলবো'রে কৌশল ।  

যন্ত্রণা থেকে বাঁচার জন্য 
সালাত সহজ পথ, 
সালাত মাঝে পাবি রে তুই 
রবের মুলাকাত । 
দেখবি তখন বেড়ে যাবে... 
অনেক মনোবল ।
যন্ত্রণা তোকে...........

তুই প্রিয় নবীর বানী থেকে 
পাবি শান্তনা, 
হোকনা যতুই কঠিন এ দিল 
কঠিন যন্ত্রনা । 
তাই কুরআন বুকে চল'না ছুটে 
হোক কোলাহল ।
যন্ত্রণা তোকে...........।।
________________________
যন্ত্রণা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যন্ত্রণা...
যন্ত্রণা তোকে পিড়া দেয় যদি 
কি করবি তখন বল!
যন্ত্রণা...
যন্ত্রণা থেকে বাঁচার জন্য 
তাই বলবো'রে কৌশল । 

শোনো বন্ধু তুমি সালাত মাঝে 
তোলো দুটি হাত, 
মনের কথা জানাও তারে  
করো রবের মুলাকাত । 
দেখবে তোমার বেড়ে যাবে...
অনেক মনোবল ।
যন্ত্রণা........ 

তুমি প্রিয় নবীর বানী থেকে 
পেয়ে যাবে শান্তনা, 
হোকনা যতুই কঠিন এ দিল 
তুমিই হবে দিওয়ানা । 
তাই কুরআন বুকে নাও গো তুলে...
হোক কোলাহল । 
যন্ত্রণা........।।

সিদ্ধান্ত নাও রে সবাই

সিদ্ধান্ত নাও রে সবাই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

সিদ্ধান্ত নাও রে সবাই 
সময় শেষের আগে, 
আর ঘুমিয়ে থেকো না'গো 
দেখো তুমি জেগে.. 
ও ভাই..
দেখো তুমি জেগে ।

যদি মুল্যবান ওই সময়টা
হেলায় হেলায় কাটে, 
কেমনে জবাব দেবে তুমি 
পরপারের ঘাটে ।
জবাব ছাড়া উঠবেনা পা... 
তোমার জবাব ছাড়া উঠবেনা পা 
নাও রে জেনে আগে...
ও ভাই...
নাও রে জেনে আগে ।

যদি ধন গোছাতে যায় হারিয়ে 
আমাদের এই মন, 
মনের মাঝে কতো কিছুর 
হয় যে আলিঙ্গন । 
সেই আলিঙ্গনের বোঝাপড়া..
তুমি সেই আলিঙ্গনের বোঝাপড়া
করো কাজের আগে... 
ও ভাই... 
করো কাজের আগে ।।

সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাজারো শিশু নারী করছে ফরিয়াদ 
রব্বুল আলামীন, 
মানুষের রক্তে রাঙ্গিয়ে'ছে ওরা হাত
দিনের পর দিন । 

জালিমের হাত থেকে রক্ষা করো প্রভু 
আল্ কুদ্দুস ফিলিস্তিন, 
গায়েবী সাহায্য দাওগো ওগো তুমি
বাঁচাতে এই দ্বীন । 
ওগো তোমারি কাছে করি এই মুনাজাত 
নিত্য দিন, 
দুহাত তুলে কাঁদে, কাঁদে আকাশ 
কাঁদে জমিন । 
হাজারো শিশু নারী......... । 

বিশ্ব আবার দেখুক দীপ্ত ঈমানী 
বদর প্রান্তর,
মোরা হবো না ভীত দাও শক্তি 
এই অন্তর । 
তোমারি কাছে তাই এই মুনাজাত 
হে অনন্ত অসীম, 
মানুষের রক্তে রাঙ্গিয়ে'ছে ওরা হাত
দিনের পর দিন । 
হাজারো শিশু নারী......... । ।

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

জগতের সেরা যিনি

জগতের সেরা যিনি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
এনেছেন শ্রেষ্ঠ নীতি 
শিখিয়েছেন মানব প্রীতি  
তিনি ধরায় রহমত । 

আঁধারে বাতি জ্বেলে 
উম্মতের তরে বলে, 
উন্নত জাতি তুমি 
স্রষ্টার নিয়ামত ।
ফিরে যেতে হবে জানি 
হোকনা সে অনেক জ্ঞানী, 
দিলেন তিনি তাই 
এই নসিহত । 
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
জগতের সেরা............. 

সেরাদের সেরা যিনি 
তিনিই হলেন অনেক জ্ঞানী, 
উম্মতের তরেই শুধু
চাইতো নাজাত । 
রক্তঘামে কষ্ট করে 
গেলেন তিনি প্রচার করে, 
সামনেই আছে দেখো 
বড়ো মুসিবত ।
জগতের সেরা যিনি
তিনি নবী মোরা মানি 
নামটি মুহাম্মদ....। 
জগতের সেরা............. ।।

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

তুমি আছো বেখবর

তুমি আছো বেখবর 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি আছো বেখবর...
একটু জানার চেষ্টা করোনা, 
ও ভাই.. 
একটু বোঝার চেষ্টা করোনা ।

তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা । 

যিনি তোমায় করলো সৃষ্টি 
তাঁকেই ভুলে গেলে, 
লম্বা হায়াত পেয়েও তবু 
খালি ঝোলা নিলে ।
এই ধরণীর হিসাব নিকাশ...
ও ভাই এই ধরনির হিসাব নিকাশ 
হবে কথা মানো না । 
তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা । 
তুমি আছো........

ইচ্ছা মত জীবন যাপন 
করলে এই ধরায়, 
বলো কার হুকুমে শস্য ফসল 
এতো বৃদ্ধি পায় !  
তোমার বুঝ ক্ষমতা দিলেন তিনি...
ও ভাই বুঝ ক্ষমতা দিলেন তিনি 
তবু বোঝার চেষ্টা করোনা । 
তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা ।  
তুমি আছো........।।







বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

যেখানেই শিক্ষা সেখানেই আমরা

যেখানেই শিক্ষা সেখানেই আমরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যেখানেই শিক্ষা সেখানেই আমরা
আমরা হতে চাই নির্ভুল,
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 

‌আমরা হতে চাই বিশ্ব সেরা 
শিক্ষার কারিগর, 
জ্বালাতে চাই তাই জ্ঞানের আলো 
সকল স্তর । 
শিক্ষা সদা আনে শান্তি দেখো 
মাড়িয়ে চলে শত ভুল ।
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 
যেখানেই শিক্ষা.......... 

আমরা আমাদের শিক্ষা দানে 
রেখে চলেছি নৈতিকতা,  
সোনার ছেলেমেয়ে সোনা হবে 
পূর্ন হবে শূন্যতা । 
এই আশা নিয়ে চলেছি পথে 
মোরা পাবোই পাবো কূল ।
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 
যেখানেই শিক্ষা.......... ।।

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বন্ধু তুমি বন্ধু হয়ে

বন্ধু তুমি বন্ধু হয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

বন্ধু তুমি বন্ধু হয়ে 
ক্ষমা আমায় করলে না, 
কি অপরাধ ছিলো বলো আমায় 
করলে খুন চার'জনা । 

আমাকে তোমরা নিয়ে গেলে 
ওই দূরে নির্জনে, 
চেয়েছিলাম বেঁচে থাকতে আমি 
তবুও মারলে প্রাণে ।
-------
কিসের নেশায় বন্ধু আমার 
করলে এতো বড়ো ক্ষতি, 
মানুষ নামের পশু সেজে 
হারিয়েছো মানব নীতি । 
আমি বন্ধু ভালো আছি 
হয়তো তোমরা জানোনা, 
কি অপরাধ ছিলো বলো আমায়
করলে হত্যা চার'জনা । 
বন্ধু তুমি বন্ধু...... 

হাত ধরেছি পা ধরেছি 
বন্ধু আমার মেরোনা, 
আমার কাছে কি চাওগো বলো 
দোহাই ক্ষমা করে দাওনা ।
------
সাক্ষী হয়ে থাকবে আমার 
পাশে জানি দেশবাসী, 
অপরাধের শাস্তি পাবে 
হবে তোমাদের ফাঁসি । 
আমি বন্ধু কেমন আছি 
তোমারা তো আর জানোনা,
কি অপরাধ ছিলো বলো আমায় 
করলে হত্যা চার'জনা । 
বন্ধু তুমি বন্ধু...... ।।

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

গোনাহের কাছে জীবন

গোনাহের কাছে জীবন 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গোনাহের কাছে জীবন
দিওনা সঁপে ও...
পা ফেলো দুনিয়াতে 
মেপে মেপে ও... । 
পা ফেলো দুনিয়াতে 
মেপে মেপে ।

চারিদিকে আগাছা পরগাছা
মাকড়সার জাল ওই বিছানো, 
সবুজ শ্যামল ও তরুলতা 
দিনে দিনে হয়ে যায় শুকনো । 
তুমি সুন্দর সুদেহে আয়োজনে 
নিজেকে রাখো চেপে ও... ।
তুমি নিজেকে রাখো চেপে ।
গোনাহের কাছে........ 

জীবনে কতকিছু হারিয়ে গেছে 
তুমি কি সে গুলো পাবে ফিরে ! 
দুচোখ বুজিয়ে ভেবে দেখো 
কি বা নিলে সওদা করে । 
গোনার পাহাড়ের ওই চুঁড়াতে 
যেওনা ধাপে ধাপে ও...
তুমি যেওনা ধাপে ধাপে ।
গোনাহের কাছে........ ।।



রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ভালো ছেলে হতে হলে

ভালো ছেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভালো ছেলে হতে হলে
লেখাপড়া করা দরকার,
নয়লে তোমায় করবে সবাই
তুচ্ছ আর বহিষ্কার ।
ভালো ছেলে.......

তুমি ভালো হলে 
জ্ঞানে গুনে,
তবে মুল্য পাবে 
এই জীবনে ।
তাইতো তোমায় শিখতে হবে 
জানতে হবে কেমন আঁধার !
ভালো ছেলে..…....

ভালো ছেলের জন্য সুপথ 
হাতছানি দিতে থাকে,
যদি তা সে সেই পথে 
তার কদম টি রাখে ।
শোনো তাইতো তোমায় হতে হবে 
সত্য পথের রাহাবার ।
ভালো ছেলে..…....

ভালো ছেলের জন্য সমাজ 
দেখো হয় উপকৃত,
ঘৃণিত হয়ত তারা 
যারা বাবা মায়ের অবাধ্য ।
তাই শপথ তোমায় নিতে হবে 
আবার এক বার ।
ভালো ছেলে..…....।।

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মিথ্যাবাদী

মিথ্যাবাদী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মিথ্যা বাদী অশ্লীলতা 
ছড়াই দিকে দিকে, 
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে ।

মিথ্যা বাদী জান্নাতে 
কভু যাবে না, 
কোরআন পাকে ঘোষণা 
করেন রব্বানা । 

মিথ্যা বাদীর সঙ্গ দেখো 
হারাম মতবাদ, 
দিকে দিকে যায় বেড়ে যায় 
ফাসাদ আর ফাসাদ । 
বিভেদ ফাসাদ ধ্বংস করে 
তোমার আমার ঈমানকে । 
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে । 
মিথ্যা বাদী......

মিথ্যা বাদীর চোখে মুখে
পাবে ছলনা,
মিষ্টি কথায় কাছে এসে 
ঘটায় বড়ো ঘটনা । 

সেই মিথ্যা বাদীর সঙ্গ কভু 
দিওনা ভাই দিওনা,
প্রিয় নবী বলেন মিথ্যা বাদীর 
জাহান্নাম ঠিকানা । 
রব তোমার দ্বারে তুলি দুহাত 
রক্ষা করো আমাকে ।
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে । 
মিথ্যা বাদী...........।।






বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

এসো শিক্ষার মাঝে রাখি

এসো শিক্ষার মাঝে রাখি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো শিক্ষার মাঝে রাখি নৈতিকতা 
মানবতা শেখায় ভদ্রতা, 
এসো বিবেককে করি জাগ্রত 
ছুড়ে ফেলে দিই দুর্বলতা । 

যে শিক্ষা আমাদের 
দেখায় সুপথ, 
সেই পথেই আছে 
জানি রহমত । 
জান্নাত খুঁজে নাও তুমি সে পথে 
আনতে জীবনে সফলতা । 
তুমি...আনতে জীবনে সফলতা । 
এসো শিক্ষার মাঝে রাখি.....

যে শিক্ষা সমাজকে
অন্ধ রাখে, 
সেই অন্ধ শুধুই 
মন্দ দেখে ।
রবের আদেশ সে অমান্য করে 
জীবনে বয়ে আনে হীনমন্যতা ।
সে...জীবনে বয়ে আনে হীনমন্যতা । 
এসো শিক্ষার মাঝে রাখি.....।।


বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

তুমি একদিন হবে নিষ্প্রাণ

তুমি একদিন হবে নিষ্প্রাণ 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি একদিন হবে নিষ্প্রাণ 
শোনো শোনো ইনসান...
সৃষ্টি কূলের সেরা করে 
বানিয়েছে তোমাকে রহমান ।
তুমি একদিন হবে......

তুমি.. জালিমের খাতায়
লিখলে নাম, 
শোনো.. হবে ঠিকানা 
ওই জাহান্নাম ।
জবাব সেদিন দিতে হবে 
কেমনে পাবে পরিত্রাণ !
তুমি একদিন হবে.....

তুমি.. তোমার সাথীকে 
করলে খুন, 
রব.. রাগান্বিত হয় 
শোনো দ্বিগুন । 
সেই রবের অধীনে আছে 
পাহাড় সাগর আসমান ।
তুমি একদিন হবে.....।।

সোমবার, ২১ আগস্ট, ২০২৩

যে পাখিটা ওই

যে পাখিটা ওই
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যে পাখিটা ওই একিই সুরে
ডাকতো প্রতি দিন, 
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে এই ভুবন, 
তারই প্রেমে সাগর কাঁদে 
অশ্রু দুই নয়ন ।
তবু চিনতে তাকে পারলিনা হায়...
তোরা..চিনতে তাকে পারলিনা হায়
দুঃখ সীমাহীন... ।
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
যে পাখিটা ওই......

তারই সাথে করলি তোরা
আহা..পশুত্ব আচার, 
এর প্রতিফল পাইবি জানি 
আছে.. রবের সুবিচার ।
অপেক্ষায় আছি সেই বিচারের..
মোরা..অপেক্ষায় আছি সেই বিচারের 
ওই হাশরের দিন ।।
সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
আহা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন । 
তোরা.. সেই পাখিটাকে খতম করে
করলি সই জমীন ।
যে পাখিটা ওই.....।।



শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

গান:- আমরা রোহিঙ্গা আমরা আরাকান

আমরা রোহিঙ্গা আমরা আরাকান
তরিকুল ইসলাম খালাসী 
মধ‍্যবেনা,বাদুড়িয়া
১৯/০৯/২০১৭
গান...

কে শুনবে
আমাদের কাঁন্নার কন্ঠ !
কে বুঝবে
আমাদের কষ্ট !
আমরা রহিঙ্গা
আমরা আরাকান
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।

কে খোঁজ নেবে আজ
আমরা কোথায় আছি
মানুষ হয়েও মোরা আজ
মানুষ হয়ে নাহি বাঁচি ।
বিশ্ব বিবেক
নিরব এখন
আমাদের অপরাধ
আমরা মুসলমান ।
        সমাপ্ত


সেইদিন


সেইদিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কেউ কারো সাথী হবে
নয় রে সেইদিন, 
বাড়ি গাড়ি সব সম্পদ
হবে যে বিলীন। 

কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন.... 

ক্ষনিকের এই দুনিয়াতে 
আছো তুমি মোহে ডুবে, 
ভুলে গেছো হালাল হারাম
কেমন করে জবাব দিবে !
হিসাব ছাড়া কেমন করে
তুলবে পা সেইদিন ।
কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন....  

ভবের কথা ভবেই রবে 
আমল শুধুই সঙ্গে যাবে, 
সময় থেমে আছে কি আর
দেখো তুমি ভেবে ।
আফসোস জানি করবে তুমি
কাল হাশরের দিন ।।
কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন.... ! 

লেখা: মুন্সীডাঙ্গা, হাওড়া শিল্পী আনোয়ার হোসেন ভাইয়ের বাসায়।
সময়: 7:10am
14/08/2023

খেলোনা নিয়ে আগুন

খেলোনা নিয়ে আগুন 
তরিকুল ইসলাম খালাসী (কোলকাতা)
মধ্যবেনা বাদুড়িয়া 

খেলোনা নিয়ে আগুন
ঝলসে যাবে দ্বিগুন, 
সাবধান হও যে তুমি 
জাহান্নাম বড়োই কঠিন ।

না হয়োনা রং তামাশায় 
মত্ত তুমি, 
রেখো না কাজে‌ কামে 
কমি খামি । 
দুর্বল নও তো তুমি অনেক দামি 
এ কথা বুঝবে যেদিন ।
খেলোনা নিয়ে...... 

না করোনা আপস তুমি 
অধমের সাথে, 
নিজেকে করতে বড়ো 
চলো সঠিক পথে ।
সত্য সঠিক পথের দিশা পাবে তুমি 
এ কথা মানবে যেদিন ।
খেলোনা নিয়ে...... ।।



মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

আমি নবীর দিবানা

আমি নবীর দিবানা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমি নবীর দিবানা 
তাইতো তাকে ভুলি না, 
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 

অনাহারে থাকতো যারা 
তাদের তিনি নিতেন খোঁজ, 
রুগীর মাথার ধারে খাবার 
রেখে যেতেন তিনি রোজ ।
সেই নবীকে কেমন করে 
ভুলি তুমি বলো না । 
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 
আমি নবীর...... 

এতিম শিশু থাকতো বসে 
আসবে কখন মোর নবী, 
মনের দুঃখ তাহার কাছে 
বলবো আমি যে সবি ।
তিনি আমার প্রিয় নবী 
তাই তোমার কাছে বলবো না ।
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 
আমি নবীর...... ।।

সোমবার, ৭ আগস্ট, ২০২৩

শিক্ষাঙ্গনে চলো

শিক্ষাঙ্গনে চলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

মানুষ গড়ার ওই পীঠস্থান
নির্মল সুন্দর ধ্যান,
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান । 

জাগিয়ে নৈতিকতার আলো
শিক্ষাঙ্গনে চলো...

নৈতিকতার আলো জাগিয়ে তোলো 
দিকে দিকে শিক্ষাঙ্গনে, 
অশ্লীলতা মাদক দূরীকরণে 
শপথ নাও তুমি প্রাণে । 
আদর্শ সমাজ গড়বে তুমি 
তোলো এই শ্লোগান ।
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান ।
মানুষ গড়ার.......

জাগিয়ে নৈতিকতার আলো
শিক্ষাঙ্গনে চলো...

এসো হিংসা-ঘৃনা সব ভুলে যায়
আদর্শ মানুষ হতে, 
স্কুলছুট নয় করতে শুরু 
চলো যায় একসাথে । 
গণতন্ত্র ফেরাতে তুমি আমার 
এসো গড়ি শিক্ষাঙ্গন । 
নন্দিত জীবনে আনতে আলো
নাও বাড়িয়ে জ্ঞান ।
মানুষ গড়ার.......।।

রবিবার, ৬ আগস্ট, ২০২৩

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

স্বাধীনতা তুমি স্বাধীন কিনা 
একটু ভেবে দেখো,
স্বাধীনতা তুমি স্বাধীন কেমন 
থাকো দূরে থাকো..!

স্বাধীনতা তুমি দিয়েছো উপহার 
বুলেটের ওই গুলি, 
ঝরিয়েছো শুধু হাজার হাজার
তাজা ফুলের কলি । 
লক্ষ কোটি জনতা বলে 
তুমি স্বাধীন নাকো ।
স্বাধীনতা তুমি.....

স্বাধীনতা তুমি স্বাধীন বলে
যাও চেঁচিয়ে যাও,  
বছর বছর লাশের মিছিল 
তাই উপহার দাও ।  
কেমন স্বাধীন হলে তুমি 
ভাবো ভেবে দেখো ।
স্বাধীনতা তুমি......।।

তারিখ 07/08/2023  
সময় 04:16am 


মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

এনেছে সুদিন আঁধার চিরে

এনেছে সুদিন আঁধার চিরে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এনেছে সুদিন আঁধার চিরে 
মোদের প্রিয় রাসূল, 
উম্মতের মায়ায় পড়বেন সেজদায় 
উম্মত করেছে যে ভুল.... । 

আমার নবী প্রিয় নবী 
চাইবে দেখিতে উম্মতের ছবি,
তিনি বলবেন জাহান্নামে 
দিওনা আল্লাহ এটাই দাবি । 
সেই নবীর ভালোবাসার... 
প্রিয় নবীর ভালোবাসার
নেই যে সমতুল । 
উম্মতের মায়ায় পড়বেন সেজদায় 
উম্মত করেছে যে ভুল ।
এনেছে সুদিন.......

আমার নবী ছাড়া কে আছে
রবের সম্মুখে দাঁড়াতে চায়, 
সব বাহাদুরি হবে শেষ 
সেদিন কাউকে পাবে নাই ।
স্বার্থ ছাড়া ভালোবাসার... 
স্বার্থ ছাড়া ভালোবাসার 
জন্য কাঁদে রাসূল ।
উম্মতের মায়ায় পড়বেন সেজদায় 
উম্মত করেছে যে ভুল ।
এনেছে সুদিন........।।

সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চোখ বুজিয়ে দেখো তুমি

চোখ বুজিয়ে দেখো তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

চোখ বুজিয়ে দেখো তুমি 
সবই অন্ধকার, 
তবে কিসের বড়াই এতো 
করো অহঙ্কার..
তুমি করো অহঙ্কার !
চোখ বুজিয়ে....  

দিনে দিনে হবে ক্ষতি, 
তোমার আমার চোখের জ্যোতি ।
সেই কথা কি ভেবেছো একবার...
তুমি.. ভেবেছো একবার । 
হঠাৎ যেদিন ঘটে যাবে 
অসহায় সেদিন হবে, 
ভেবে দেখো শতবার....
তুমি..ভেবে দেখো শতবার ।
চোখ বুজিয়ে.....

সব কিছুই ছেড়ে তোমার 
যেতে হবে ওই কবর,
কবর বাগে যাওয়ার আগে 
নাওগো তুমি খবর...
ও ভাই নাওগো তুমি খবর । 
খবর মতো গড়লে জীবন 
জীবন হবে ফুলের মতন 
ফুলের মতো জীবন পেলে 
পাবে যে আদর....
তুমি পাবে যে আদর ।
চোখ বুজিয়ে.....

কাবার মেহমান

কাবার মেহমান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও, 
নবীর দিদার দাওগো আমায় 
দাও তুমি দাও.... আল্লাহ... 
দাও তুমি দাও । 

কতো কষ্ট সয়েছেন নবী
উম্মতের তরে, 
আমি গুনাহগার এসেছি তাই 
আমার নবীর দিদারে । 
মনের আশা কবুল করে
নাওগো তুমি নাও... আল্লাহ...
নাওগো তুমি নাও ।
কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও । 

হাজার হাজার হাজীরা সব
আসে দিদার পেতে, 
নবীর সাথে চাই যেতে চাই 
ওই জান্নাতে । 
তাদের দলে থাকতে আমার 
দাও তাওফীক দাও... আল্লাহ...
দাও তাওফীক দাও ।
কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও ।।

আইরে আই পাখি

আইরে আই পাখি 
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা,বাদুড়িয়া 

(বাঁচ্চাদের গান)

আইরে আই পাখি.. 
ওরে আইরে আই পাখি,
নতুন দিনে নতুন সুরে 
গান গাইতে ডাকি...
তোরে নতুন দিনে নতুন সুরে 
গান গাইতে ডাকি ।
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি...... 

তোর আছে দুটি ডানা.. 
ওরে তোর আছে দুটি ডানা....
আজকে দিনে তোর উড়িতে 
কেউ করেনি মানা ।
তাই তো তোরে ডাকি 
তোরই নতুন ছবি আঁকি.... 
তুই যে হবি সবার কাছে 
অনেক জানাশোনা । 
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......  

তুই যে নয় একা..
ওরে তুই যে নয় একা.....
তোরই সাথে গাইবো মোরা 
হোক না কথা পাকা । 
চল্ যেতে হয় যাবো দূরে  
ওরে মিষ্টি পাখির ছানা । 
আজকে দিনে তোর উড়িতে 
কেউ করেনি মানা ।
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......  

আমরা কঁচি আমরা পাখি 
ওরে আমরাই ভবিষ্যত
নতুন নতুন কথায় তাই 
আজ নেবো শপথ... ‌। 
তাই তো তোরে ডাকি 
তোরই নতুন ছবি আঁকি.... 
তুই যে হবি সবার কাছে 
অনেক জানাশোনা । 
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......

রবিবার, ২৩ জুলাই, ২০২৩

শোনো যে ক্ষমতা তোমাকে

শোনো যে ক্ষমতা তোমাকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

শোনো যে ক্ষমতা তোমাকে
অন্ধ বানায়, 
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।

তুমি দুদিনের খেল তামাশায় 
করো শুধুই বড়াই, 
বাহাদুরি দেখাও অনেক
সৃষ্টি তাঁরই ধরায় । 
তুমি বধির বোবার থেকেও খারাপ 
নষ্ট সমাজ হয় । 
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
শোনো যে ক্ষমতা..... 

কথায় কথায় প্রতিশ্রুতি 
তুমি দিয়ে থাকো, 
আহা..কতো জীবন ঝরিয়েছো 
ভেবে দেখো । 
তুমি মানব সমাজ নষ্ট করে  
চাও পেতে চাও জয় ।
সেই ক্ষমতা কেমন করে 
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
শোনো যে ক্ষমতা..... ।। 

শনিবার, ২২ জুলাই, ২০২৩

অসহায় মানুষের পাশে আজ

অসহায় মানুষের পাশে আজ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

অসহায় মানুষের পাশে আজ 
নাই কেহ নাই, 
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় । 

কতো মায়ের কোলের সন্তান 
ছিঁড়ে খায় শকুনে, 
কতো বোনের লাশ পড়ে
থাকে রেল লাইনে । 
তবুও কেমন করে 
মানুষ গুলো নিরব রয় ।
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় ।  

মানুষ গুলো বাঁচার তরে 
করে আহাজারি, 
শত ব্যথা জমা করেও 
নেই উপায় তারি । 
কেমন মানুষ তুমি বলো  
ভালোবাসো হৃদয়ে নাই । 
দেখো দিকে দিকে মানবতা 
যায় কেঁদে যায় ।।

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আল্লাহর ভয় করে

আল্লাহর ভয় করে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আল্লাহর ভয় করে
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান, 
তাগুতের ছায়া তলে 
যায় যায় ঈমান ঝরে ।
বারবার আল্লাহ বলেছেন । 

কুরআনের পাতা থেকে
নাও কিছু তুমি শিখে 
নাও চিনে জীবনের ধন.…
নাও চিনে জীবনের ধন । 
এ জীবন দিয়ে তুমি নাও কিনে নাও  
হাশরের দিনের সম্মান... । 
আল্লাহর ভয় করে 
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান...
ঈমানের হও বলিয়ান ।

আল্লাহর পথ থেকে 
যারা যারা গেছে বেঁকে 
হয়েছে তারা ধ্বংস.... 
হয়েছে তারাই ধ্বংস । 
সেই ধ্বংস থেকে তুমি নিজেকে বাঁচাও 
আল্লাহ করেছেন ফারমান ।। 
আল্লাহর ভয় করে 
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান...
ঈমানের হও বলিয়ান ।। 

সোমবার, ১৭ জুলাই, ২০২৩

তুমি হক তুমিই হক

তুমি হক তুমিই হক
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

গাফুরো গফফার তুমি 
রাহিমো কারিম তুমি 
তুমি শেষ বিচারের মালিক, 
তুমি হক তুমিই হক ওগো খালিক । 

নিয়ামত দিয়েছো কতো 
এই দুনিয়াতে তুমি 
দুঃখ বেদনা.. 
দাও মিটিয়ে তুমি জানি । 
তোমার সম নেই কেহ
নেই নেই মালিক, 
তুমি হক তুমিই হক 
ওগো খালিক । 
গাফুরো গফফার.... 

তোমার শুকর গুজার 
মোরা যতই করি, 
পিপাসিত মন আরো 
করে আহাজারি । 
তোমার পাওয়ার তরে 
সেজদায় নত হই মালিক, 
তুমি হক তুমিই হক 
ওগো খালিক ।।
গাফুরো গফফার.... 





তুমিই সবকিছু দাও জুগিয়ে

তুমিই সবকিছু দাও জুগিয়ে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি সবকিছু দাও জুগিয়ে
ওগো রব...
তুমি সবকিছু দাও জুগিয়ে
হে আমার রব । 

তুমি এই জমিনে সূর্য দিয়ে 
দিয়েছো আলোর প্রভা, 
নানান রঙে ফুল কুসুমে 
দিয়েছো ভরিয়ে শোভা । 

দিয়েছো ঢেলে বৃষ্টি তুমি 
সৃষ্টি করেছো সব, 
আকাশ পানে চেয়ে চেয়ে 
মোরা করি অনুভব । 
তোমারই দয়ায় দাও ভিজিয়ে 
হে আমার রব । 
হে আমার রব । 

তুমি ভালোমন্দ বুঝবার মতো 
দিয়েছো একটি মন, 
সুখে দুঃখে থাকতে পাশে 
আরো দিলে প্রিয়জন । 

দিয়েছো সুখের জন্য তুমি 
স্ত্রী পুত্র ঘর, 
তবুও তোমায় ভুলেছি সদা 
কাঁদেনা এই অন্তর । 
দাওগো দয়া তোমারই মায়া 
হে আমার রব । 
হে আমার রব । । 

সকল প্রসংশা

সকল প্রসংশা
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া

সকল প্রসংশা ওগো আল্লাহ
শুধুই তোমার, 
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার । 

হিংসা বিভেদ থেকে আল্লাহ
হেফাজাত করো মোরে,
কবুল করো এই মুনাজাত 
তুলেছি হাত তব দ্বারে ।
তুমি সীমাহীন রব্বুল আলামীন 
হে পরওয়ারদেগার । 
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার । 

করি ইবাদত কেবল তোমারই 
হে আমার রব, 
চাওয়া পাওয়া নেইতো বাকি
দিয়েছো তুমি সব । 
সরল পথের পথিক বানাও 
চাই তোমার দীদার ।
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার । । 


মাসজিদ গুলি

মাসজিদ গুলি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মাসজিদ গুলি বিচারালয়
আবার হয়ে উঠুক, 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

আসুক ফিরে ওমরের যুগ 
আসুক ফিরে আসুক, 
বিশ্ববাসির মাঝে দাও ছড়িয়ে 
সুখ অফুরন্ত সুখ । 
থাকবে না আর হানাহানি 
মাজলুমানের দুঃখ্ । 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

যে বিচারে আপন হলেও 
পায় না ছাড়া, 
অপরাধী শাস্তি পাবে 
ধারা এটাই ধারা ।
হোক কায়েম আবার ইনসাফ 
বিশ্ব আবার দেখুক, 
এই সমাজের মাঝেতে
শান্তি ফিরে আসুক । 

রবিবার, ৯ জুলাই, ২০২৩

তুমি ক্লান্ত হয়োনা

তুমি ক্লান্ত হয়োনা
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ক্লান্ত হয়োনা
এখনো অনেক সময় বাকি,
স্বপ্নের বীজ রোপণ করো 
তোমাকেই অন্তরে রাখি...
মোরা তোমাকেই অন্তরে রাখি.....
তুমি ক্লান্ত হয়োনা..... ।

তুমি ওমরের মতো
শপথ করো, 
আবুবকরের মতো খেলাফত 
কায়েম করো । 
দেখবে তবে তুমি হবে বিজয় 
নিরাপদ পথ পেতে এখনো বাকি....
নিরাপদ পথ পেতে এখনো বাকি ।
তুমি ক্লান্ত হয়োনা..... 

হায়নার দল পিছু নেবে 
তুমি ভয় পেয়োনা, 
হায়নার মতো তুমি নিজেকে 
গড়ে তুলনা । 
আসবে বিজয় দিনের শেষে 
এসো ধৈর্য মোরা রাখি....
এসো ধৈর্য মোরা রাখি ।
তুমি ক্লান্ত হয়োনা..... ।।

শুক্রবার, ৩০ জুন, ২০২৩

গীবতের ধারে পাশে

গীবতের ধারে পাশে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

গীবতের ধারে পাশে যেওনা
গীবত করা ভালো না, 
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 

নবী (সাঃ) বলে তুমি তোমার 
ভাইয়ের গোশত খেওনা, 
গীবত করলে সেই সম হয়
তোমার আমার গোনাহ ।
সেই গোনাহ থেকে থাকতে দূরে 
আদেশ করেন রাব্বানা ।
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 

ও ভাই পরনিন্দা চোগলখুরি 
গীবতেরি অংশ, 
ভালোর মাঝে থাকলে খারাপ 
তবু হয়ে যায় ধ্বংস । 
সেই খারাপ থেকে থাকো দূরে 
মিশে ও ভাই যেওনা ।
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 



রবিবার, ১১ জুন, ২০২৩

এই বেকারত্ব

এই বেকারত্ব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

এই বেকারত্ব.. চলবে 
আর কতো দিন..
সময় যে কাটে না 
অর্থ বিহীন.. ।
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে  
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... । 

দেখো বেকারত্বের জ্বালা 
হয় কতো কষ্টের, 
তবু খেলছো ছিনিমিনি 
তুমি নিয়ে ওদের ।
বিসর্জন দিয়েছো নীতি
রাখোনি তুমি প্রতিশ্রুতি 
গঙ্গায় ভেসে আসেনি জনগণ...।  
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে   
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... । 
এই বেকারত্ব....…. 

কতো শিক্ষিত ভাই বোনেদের 
হচ্ছে জীবন নষ্ট,
আজ কেবা কারা তাদের
দেখে পাই কষ্ট । 
ধনী লোক ধনী হয় 
গরীব আরো বেড়ে যায় 
আসবে কবে বলো সুদিন... ।
সব কিছুর দাম বাড়ে 
বুঝছে জনগণ হাড়ে হাড়ে   
সংসার চালাতে হতে হয় ঋণ,
বাবু সরকার কে বুঝিয়ে দিন...... ।।
এই বেকারত্ব....…. 




বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

পুঁথি পাঠ..এসো ভাই ও বন্ধু স্বজন

পুঁথি পাঠ..
এসো ভাই ও বন্ধু স্বজন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া ( ইন্ডিয়া ) 

এসো ভাই ও বন্ধু স্বজন
ভালো পথে হাঁটি,
মিথ্যা থেকে থাকলে দূরে
ঈমান হবে খাঁটি । 
আনলে ঈমান.....
আনলে ঈমান হবে মুসলমান
মুসলিম হবে তবে,
তুমি মুসলিম হলে নাকি
দেখো ভেবে ভেবে !
সময় আছে...... 
সময় আছে ভাবো তুমি
সৃষ্টি গুলো দেখো, 
স্রষ্টার পায়ের কাছে তুমি
তোমার মাথা রাখো ।
রাখলে মাথা......
রাখলে মাথা ধন্য তুমি 
কবুল হলে দোয়া, 
এই জীবনেরই শ্রেষ্ঠ হবে 
তোমার চাওয়া পাওয়া ।
তাইতো তুমি...... 
তাইতো তুমি অনেক দামি 
জানি সৃষ্টির সেরা, 
কেমন করে হওগো তুমি 
নষ্ট ভ্রষ্ট ছোরা । 
এমন হলে...... 
এমন হলে দিবে ফেলে 
তোমায় জাহান্নামে, 
অর্থ সম্পদ কোনো কিছুই 
আসবে না যে কামে । 
তাইতো বলি......
তাইতো বলি রবের পথে
জীবন ওভাই গড়ো, 
চলার পথে শুধুই তুমি 
তাঁকেই ভয় করো । 
করলে ভয়.......
করলে ভয় হবে জয় 
ক্ষমা পাবে মেলা, 
তাইতো তুমি সময়টাকে 
করো নাকো হেলা । 
এই দুনিয়াটা....... 
এই দুনিয়াটা নয়তো বাঁকা 
চললে ভালো পথে, 
ভালো কাজের জন্য তোমায় 
দিবে জান্নাতে ।
সেই ভালো কাজটা...... 
সেই ভালো কাজটা করো নাকো 
লোক দেখানো ভাই, 
লোক দেখানো কাজের বন্ধু
কোনো মূল্য নাই । 
মূল্য যদি........ 
মূল্য যদি পেতে চাও 
ঈমান করো পাকা, 
তবে ও ভাই পাবে তুমি 
আল্লাহ তাআলার দেখা । 
মনে তোমার....... 
মনে তোমার এই আশাটা 
লালন করো ভাই, 
ওই হাশরের দিনে যেন
নাজাত পেয়ে যাই । 
জীবন হবে....... 
জীবন হবে ফুলের মতো 
নিষ্পাপ শিশু যেমন, 
তোমার আমার পথ চলা 
হোকনা ওমরের মতন ।
যে ওমর ছিল...... 
যে ওমর ছিল ভয়ে কাতর 
আবার সাহস ছিল মেলা, 
তারই ভয়ে কাঁপত জানি 
ওই কাফের গুলা । 
তুমি ওভাই......... 
তুমি ওভাই সাহস রাখো
রবের হুকুম মেনে, 
নবীর উম্মত তবে তুমি 
দেখো জেনে শুনে । 
এসো সবাই......... 
এসো সবাই রবের কাছে
তুলি দুটি হাত, 
কবুল করো কবুল করো 
প্রভু মোদের মুনাজাত ।
আমরা গুনাহগার.............. ।।









মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

মাটির খাঁচায় বেঁধে

মাটির খাঁচায় বেঁধে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মাটির খাঁচায় বেঁধে তোরে 
আমি রাখি কেমন করে, 
আসলে ডাক যাবি রে তুই 
জানি সব ছেড়ে রে... 
জানি সব ছেড়ে ।

তোরই জন্য বেঁধেছি ঘর 
বসত করবি বলে, 
থাকবি রে তুই অনেক সুখে 
দুঃখ বেদনা ভুলে ।
তুই মনের আশা তছনছ করে 
গেলি উড়ে অজানা নীড়ে । 
মাটির খাঁচায়.... 

আশা আমার তোরে নিয়ে
থাকবো জীবনভর, 
এই দুনিয়ার মায়ায় তোকে 
করেছি আদর । 
ছিলি রে তুই বন্দী খাঁচায় 
তবু কেমনে গেলি উড়ে ।।
মাটির খাঁচায়.... ।।

রবিবার, ৪ জুন, ২০২৩

সুখের দিনে পাই গো পাশে

সুখের দিনে পাই গো পাশে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

সুখের দিনে পাই গো পাশে
কতো আপন স্বজন ভাই, 
বিপদ কালে তাঁরাই আবার
দূরে দূরে যায় সরে যায় । 

এই দুনিয়াটা এমন আপন 
চেনা বড়ো দায়, 
হঠাৎ যেদিন থমকে যাবে 
চিনবে যে সবাই । 
আসবে রেখে তোমায় গোরে 
আপন স্বজন একা করে 
থাকতে এ জ্ঞান বুঝার তুমি 
বুঝার চেষ্টা করো নাই । 
সুখের দিনে...

তোমার স্বার্থ ছাড়া চেনেনা 
বৌ সন্তান বোনেরা, 
রোগে রোগে কাতর তুমি 
ন্যাই না খোঁজ ভাইয়েরা । 
এরাই তোমার কাছের আপন 
সব কিছুকেই করে গোপন 
আপন আপন করে তুমি 
নষ্ট করলে সময় ।। 
সুখের দিনে.... ।।


বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

মা কতো ব্যথা চাপা দিয়ে

মা
কতো ব্যথা চাপা দিয়ে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কতো ব্যথা চাপা দিয়ে
রাখে আমার মা,
নিরবে যায় সয়ে যায়
হাজার যন্ত্রণা । 

সেই মাকে গালি দাওগো তুমি
কেমন করে ভাই,
তোমার মাঝে ভালোবাসা 
নাই কি মোটেই নাই ।
আঁতুর ঘরে কেঁদে ছিলে 
নিলো তোমায় কোলে তুলে 
সেই মাকে তুমি একটু চেনার 
চেষ্টা করলে না ।

বলো সেই মাকে তুমি
কেমনে রাখো বৃদ্ধাশ্রমে, 
যে মা হারালে পাবে না আর 
জন্ম জনমে ।
সেই মাকে ছাড়া কেমনে থাকো 
তাঁকেই আবার কষ্টে রাখো 
সময় থাকতে মায়ের পরশ 
নিতে পারলে না ।। 


সোমবার, ২৯ মে, ২০২৩

যার ব্যবহারে আল্লাহ খুশি

যার ব্যবহারে আল্লাহ খুশি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

যার ব্যবহারে আল্লাহ খুশি 
সেই তো ভাগ্যবান, 
তাই ঠেলে ফেলে দিয়োনা ওদের 
ওরা যে মেহমান ।  

এতিম মিসকিন বিধবা ফকির 
সবই আল্লাহর দান, 
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... 

ওরা তোমার কাছে আসে 
মুসাফির বেশে, 
নাওগো তুমি বুকে টেনে 
হেসে ভালোবেসে । 
তবে তুমি নাজাত পাবে 
দিবে আল্লাহ সম্মান ।
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... ।

তুমি মানুষ ওরাও মানুষ 
সবই আল্লাহর মাখলুকাত, 
তবে কিসের বড়াই এতো 
করোনা ওদের আঘাত । 
তুমি ওদের সহায় হলে
হবে মর্যাদা বান । 
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... ।। 

বুধবার, ২৪ মে, ২০২৩

রবের নিকট

রবের নিকট 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রবের নিকট তোলো দুহাত
তিনিই মোদের রাব্বানা, 
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা । 

ছিলে কোথায় বলো তুমি 
নব রূপে সেজে, 
মায়ের কাছে করো এমন 
প্রশ্ন মাঝে মাঝে ।
জানবে তবে স্রষ্টা কে যে 
কেবা করে পরিচালনা । 
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা । 

যার আদেশে হয় যে দেখো
সৃষ্টি যতো সব, 
তারই আদেশ মানবে তুমি 
করবে অনুভব । 
সুযোগ যদি যাও পেয়ে যাও  
দেরি ও ভাই করোনা ।
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা ।‌।




রব তুমি আমাকে

রব তুমি আমাকে 
তরিকুল ইসলাম খালাসী ‌
মধ্যবেনা বাদুড়িয়া 

রব তুমি আমাকে
দিয়ো গো নাজাত, 
দাও বাড়িয়ে প্রভু 
নেক ও হায়াত । 

তোমারই ডাকিতে চাই 
আমার এই অন্তর, 
ধোঁকা দেয় শয়তান
মনেরই ভিতর । 
তবু আমি তোমাকেই 
চাই পেতে চাই,
তাই করে যায় ওগো 
তোমার ইবাদত । 
রব তুমি আমাকে.....

কতো পাপ করেছি
ক্ষমা করে দাও, 
আমার এই মুনাজাত
কবুল করে নাও ।
এই মিনতি আমার
তোমারই কাছে প্রভু,
তাই তুলেছি ওগো
এই দুটি হাত । 
রব তুমি আমাকে.....

শুক্রবার, ১৯ মে, ২০২৩

প্রভু মোদের প্রিয় করে

কুরবানী নিয়ে গান নং 2

প্রভু মোদের প্রিয় করে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

প্রভু মোদের প্রিয় করে
নিয়েছো তুমি, 
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী । 

ভালোবাসা দিলে তুমি 
ইব্রাহিমের মতো, 
আমরা তবু তোমার কাছে 
করিনি মাথা নত । 
তবু হতভাগার করলে ক্ষমা 
ওগো রব তুমি ।
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী...

ইসমাইলের মতো জানি 
নাওনি মোদের পরীক্ষা, 
ভালোবেসে তবু তুমি 
দিলে ত্যাগের শিক্ষা । 
তাই দ্বীনের পথে জীবন ভর 
কবুল করো তুমি, 
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী... ।।

বুধবার, ১৭ মে, ২০২৩

তোমারই রহম পেতে

তোমারই রহম পেতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমারই রহম পেতে 
চাই রাব্বানা,
তোমাকেই ভালোবেসে 
হবো দিবানা । 

এমন আশা লালন করে 
তুলেছি দুহাত তোমার দ্বারে, 
তোমার করুণায় দাও ভিজিয়ে 
জগৎ সংসারে ।
তাই তোমার নামে সুর তুলে 
গেয়ে যেতে চাই গান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মেহেরবান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দয়াবান । 

জানি তুমি সীমাহীন 
সবই তোমারই অধীন, 
চাঁদ সিতারা হুরবালারা 
আসমান ও জমিন ।
সবাই তোমার সেজদায় লুটায় 
গায় যে তোমার গান, 
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মেহেরবান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দয়াবান ।। 



মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

তার ইশারায় খন্ড হলো

যার ইশারায় খন্ড হলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

যার ইশারায় খন্ড হলো 
ওই আকাশের চাঁদ, 
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) । 

এই ধরনীতে তিনি এলেন 
রহমত বরকত নিয়ে, 
অন্ধ পথিক পথটি পেলো 
তার আঙিনায় গিয়ে ।
সেই নবীর ওই আগমনে 
ধন্য তামাম মাখলুকাত ।
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) । 

ওমর খাব্বাব আবু বক্কর 
তার আঙিনায় গিয়ে, 
মাটির মানুষ হলেন সবাই 
হাতে বায়াত নিয়ে ।
কতো অবুঝ মানুষ বুঝ যে পেলো 
নিলো তারা হিদায়াত । 
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) ।  

কচি কচি মুখে নাও

কচি কচি মুখে নাও 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কচি কচি মুখে নাও
আল্লাহ নামের গান, 
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

খুশি করো সেই রবেরই 
করে গুনগান, 
যিনি তোমায় দিয়েছে যে 
বরকত অফুরান । 
এসো সেই রবের কাছে তুলি দুহাত 
তিনি দয়াবান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

গাছের ডালে মৌচাকেতে 
মধুতে ভরা, 
ফলে ফুলে মিষ্টি ঢেলে 
দিলো যে কারা ! 
ছোট্ট মনে ভাবো তুমি 
বেড়ে যাবে জ্ঞান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান ।। 

বুধবার, ১০ মে, ২০২৩

কুরআনের পাখি গুলো

কুরআনের পাখি গুলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কুরআনের পাখি গুলো 
ডেকে ডেকে বলে যায়, 
এখনো কেন তুমি ফিরে এলে না । 
জীবনের খাতায় দেখো 
কতো কিছু বাকি রয়, 
এখনো কেন তুমি বুঝে নিলে না । 

ডাকে শতবার তোমার 
ওই গহীন কবর,  
রাখো না কেন ও ভাই 
তুমি সেই খবর । 
যেতে হবে ছেড়ে জানি 
আরামের বালাখানা,  
তবু কেন তুমি ও ভাই ভেবে দেখো না । 
কুরআনের পাখি......

দুনিয়ার মোহে তুমি 
ভুলে গেছো আখেরাত, 
পার হবে কেমন করে 
ওই পুলসিরাত ।
তুমি জীবনের প্রতিটি ক্ষণ 
করো বিবেচনা, 
ক্ষমা পেতে রবের পথে ফিরে এসোনা ।।
কুরআনের পাখি...... ।।

সোমবার, ৮ মে, ২০২৩

বন্ধু সুখী হও

বন্ধু সুখী হও 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া 

খুশির দিন.. খুশির দিন..
বন্ধু তোমার খুশির দিন...
খুশির দিন.. খুশির দিন.. 
বন্ধু সবার খুশির দিন... ।

বন্ধু তুমি ছিলে একা 
আজ থেকে হলে দুজনা, 
রবের কাছে করি দোয়া 
সুখী হও এই কামনা ।
একে অপরের বুঝা বুঝিতে 
কাটুক তোমাদের দিন । 
খুশির দিন খুশির দিন 
বন্ধু তোমার খুশির দিন...

হালাল পথে গড়বে জীবন, 
বন্ধু করো এই পণ, 
তুমি হবে সবার সেরা
করো প্রশস্ত মন । 
আজকে তোমার নিতেই হবে
এসেছে শপথের দিন ।
খুশির দিন খুশির দিন 
বন্ধু তোমার খুশির দিন...।।


শুক্রবার, ৫ মে, ২০২৩

এসো গুটি গুটি পায়ে মোরা

এসো গুটি গুটি পায়ে মোরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

এসো গুটি গুটি পায়ে মোরা
মক্তবেতে যাই, 
কুরআন যেন হয় যে শেখা 
নবীর (সাঃ) তরিকায় । 

শিখলে কোরআন বাড়বে যে জ্ঞান 
বেড়ে যাবে মান, 
সহজ সরল পথেই দেখো 
রয়েছে কল্যাণ ।
সেই রবের ভালোবাসা পেতেই 
ঈমান আনতে হয় ।
কুরআন যেন হয় যে শেখা 
নবীর (সাঃ) তরিকায় । 

ভালো মন্দ যাবে চেনা 
জ্ঞানটা যদি থাকে, 
মিথ্যা কথা বলতে মানা 
নেবো মোরা শিখে । 
এসো সবার ভালোবাসায় 
জীবনটা রাঙাই ।
কুরআন যেন হয় যে শেখা 
নবীর তরিকায় ।।

বিপদ এলে করলে সবর

বিপদ এলে করলে সবর 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

বিপদ এলে করলে সবর 
আল্লাহ তাআলা খুশি হয়, 
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় !

বিপদ তোমার যায় শিখিয়ে 
ভুলটা বুঝে নাও,
সহজ সরল পথেই তুমি 
জীবন সঁপে দাও । 
জীবন তোমার ধন্য হবে 
করো রবের যদি ভয় ।
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় ! 

সবর কারির সঙ্গী হবে 
আল্লাহ তাআলা খোঁদ নিজেই, 
তুমিও ভাই ধন্য হবে 
এমন পাওয়া পেয়েই ।
তাইতো ওভাই চাওয়া পাওয়া
রবের নিকট হতে হয় ।
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় ॥ 

বুধবার, ৩ মে, ২০২৩

ইয়া মালিক

ইয়া মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... 

না চাওয়াতেই দিয়েছো মোদের
তুমি সব কিছু,
তবুও মোরা তোমার কাছে 
করিনা মাথা নিচু ।
পাপে পাপে ভরে গেছে জীবন মোদের শেষ, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ ।
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... ।

তোমার দেওয়া রিজিক নিয়ে
করি মারা মারি, 
তোমার যা নিষেধ সেই পথে
জীবন মোরা গড়ি । 
এমন আদেশ ছিলো নাতো জানি যে তোমার, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ । 
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... । 

এই নসিবে হিদায়াত মোদের 
দিয়ো গো ওগো রব, 
সৃষ্টির সেরা মানুষ আমি
করিনি অনুভব । 
তোমার দেওয়া রিজিক আমি শুধুই করেছি ভোগ, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ । 
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... । 



মঙ্গলবার, ২ মে, ২০২৩

সময় তোমার ফুরিয়ে গেলে

সময় তোমার ফুরিয়ে গেলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

হালাল হারাম না মানিলে 
যেতে হবে জাহান্নামে 
এই কথাটা ভুলোনা ভাই ভুলোনা, 
রঙিন জীবন বদলে যাবে 
একটু ওভাই দেখো ভেবে   
কিসের তরে তবে এতো বাহানা !

সময় তোমার যায় হারিয়ে 
মিছে মায়ায় খেলতে গিয়ে 
জবাব তুমি কিযে দেবে ভেবে দেখো না ।
শুনে ছিলে বুঝে ছিলে 
বুঝে বুঝে না চলিলে 
কেমনভাবে জীবন তোমার হবে ষোল আনা ! 
তাইতো ও ভাই কুরআন মেনে 
হারাম হালাল জেনে শুনে 
রবের দেওয়া এই নিয়ামত ভুলে যেয়োনা ।
হালাল হারাম না মানলে.....

কতো ভাইয়ের দিলে ফাঁকি
মনে করো বন্ধ আঁখি 
আল্লাহ তায়ালা কিছুই দেখে না, 
এমন ভাবে চললে জীবন 
জীবন হবে পশুর মতন 
কুরআনেতে আছে লেখা খুলে দেখো না ।
তাইতো ও ভাই জীবন গড়ো 
নবীর বাণী আঁকড়ে ধরো 
সময় তোমার ফুরিয়ে গেলে সুযোগ পাবে না 
হালাল হারাম না মানলে.....  ।।

শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

হালাল পথে

হালাল পথে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

বৈধ পথে শ্রম দিয়ে 
করতে হবে তোমায় কাজ, 
সেই কাজ যতোই হোকনা ছোটো 
নেইকো তাতে লাজ...
ও ভাই নেইকো তাতে লাজ ।

রবের বিধি বিধান মনে 
গড়ো তোমার জীবন, 
কাল হাশোরে মুক্তি পাবে 
জান্নাত হবে ধন ।
সেই আশাতেই করো কাজ 
হোকনা ফকির তোমার সাজ 
মনের মাঝে এমন আশা 
বেঁধে রাখো রোজ । 

রং তামাশার এই দুনিয়ায় 
এমন কিবা পাবে হায়, 
সন্তান আদি স্ত্রী তোমার 
থাকবে দূরে ভাই । 
কিসের মায়ায় হারাম পথে 
তোমার ও ভাই জীবন কাটে, 
চোখ বুজিয়ে তুমি তোমার 
নাও গো ও ভাই খোঁজ ।।






শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

তোমার ঘরে কন্যা এলে

তোমার ঘরে কন্যা এলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমার ঘরে কন্যা এলে 
শুকরিয়া করো আদায়,
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় । 

নবীজির(সাঃ)ওই মায়ের আদর
দিয়েছিলেন ফাতেমা, 
নারী তোমার মায়া মমতায়
হয় যে প্রিয়তমা । 
তাই তোমারই কন্যা হলে  
অখুশি হয়োনা ভাই, 
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।  

তিনটি কন্যা যার ঘরেতে 
তার জান্নাতেরই ঘোষণা, 
খুশি হয়ে এই ঘোষণা 
দিলেন তোমায় রাব্বানা । 
তাইতো বলি রবের ভয়ে 
কন্যা হত্যা করোনা ভাই, 
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।। 

তুমি মুসলিম জাতি

তুমি মুসলিম জাতি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ফিৎনার মাঝে ডুবে কেন 
ওহে মুসলিম জাতি, 
তুমি বাতিল থেকে থাকবে দূরে 
এটাই তোমার খ্যাতি । 
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..

তুমি থাকবে সদা হকের পথে 
আনবে বলে সুদিন, 
তুমি মানব জাতির মাঝে দিবে 
ভালোবাসা সীমাহীন ।
তুমি ভক্ষক নও তুমি রক্ষক 
এটাই তোমার নীতি । 
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি.. 

তুমি অন্যায় রুখে ঘুচিয়ে ছিলে 
কতো মানুষের হাহাকার, 
তুমি শত আঘাত সহ্য করে 
শান্তি দিলে উপহার । 
তুমি বীরের বেশে বুঝিয়ে দিলে 
রাখবে কেমন সম্প্রতি ।
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..
তুমি মুসলিম জাতি.. তুমি মুসলিম জাতি..


তুমি বৃষ্টি না দিলে

তুমি বৃষ্টি না দিলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি বৃষ্টি না দিলে এই জামিন
হয়ে যেতো মরুভূমি, 
তোমারই দায়া সীমাহীন
তাইতো মোরা কদম চুম্বী । 

বৃষ্টি ছাড়া হয়না জমিনে
কোনো ফসল,  
তোমার হুকুমে হয়ে থাকে 
এই আদি আসল । 
সেই বৃষ্টি দিয়ে মন ভরিয়ে
দিয়েছো তুমি ।
তোমারই দায়া সীমাহীন 
তাইতো মোরা কদম চুম্বী । 

সিজদায়ে মাথা নুয়ে 
দিই তোমারই পায়ে, 
তুমি পাপের ওই শাস্তি 
দেবে সেই ভয়ে । 
অগণিত নিয়ামত দিয়েছো তুমি
অনেক দামী ।
তোমারই দায়া সীমাহীন 
তাইতো মোরা কদম চুম্বী ।। 





মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সালাম সালাম সালাম প্রিয়

সালাম সালাম সালাম প্রিয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায়, 
তুমি মোদের জন্যে সুপথ 
এনেছিলে ধরায় । 

কতো আঘাত প্রতিঘাতে 
কেটে গেছে জীবন, 
সেই আঘাতে হয়েছে দেখো
তোমার দেহের রক্তক্ষরণ ।
তবু তুমি হওনি হতাশ 
এই উম্মতের মায়ায় । 
সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায় । 

শহীদ হলেন প্রাণের চাচা 
হিন্দা চিবাই কলিজা, 
তবু তুমি করলে মাফ 
দাওনি তাকে সাজা । 
এমন দয়ার নবী তুমি 
তোমার সম কেই নাই ।
সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায় ।।

কুদৃষ্টি বদলে ফেলো

কুদৃষ্টি বদলে ফেলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কুদৃষ্টি বদলে ফেলো 
বদলে ফেলো অসৎ কাজ,
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ । 

হয়ো নাকো তুমি ও ভাই 
এই সমাজের বোঝা, 
তোমার জন্য রবের দেওয়া 
পথটি সরল সোজা । 
তাইতো করি এই আহবান 
গঠন করো আবার সমাজ ।
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ । 

ধ্বংসস্তূপে ধ্বংস হয়ে 
গেছে কতো আমলার দল, 
অকারনেই ওদের মতো 
পুড়াবে ভাই কেন কপাল !
তুমিই যে ভাই সবার সেরা 
যাও ভুলে যাও কেন আজ ।
শান্ত ভাবে চললে তুমি 
করবে আবার শান্তি বিরাজ ।

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ঈদের খুশি ভাগ করে নাও

ঈদের গান ৩
ঈদের খুশি ভাগ করে নাও
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ঈদের খুশি ভাগ করে নাও 
চলো একসাথে যায় ঈদগায় ।
গরিব দুঃখির মুখে খাবার
দাও তুলে দাও ভাই ।

পথে পথে ঘুরছে দেখো 
আজ কতো অসহায়, 
ঈদের দিনেও কষ্টে আছে 
ওরা যে সবাই ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

ওদের সাথী হলে তুমি 
আল্লাহ খুশি হয়, 
ফেরেশতারা লিখবে নেকী 
প্রতিযোগিতায় । 
এমন সুযোগ আর পাবে না 
আজরাইল এলে হায় । 
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

সিয়াম শুধু নয়তো ও ভাই 
পেটটা খালি রাখা, 
জাকাত সহ ইফতার নিয়ে 
ওদের পাশে থাকা । 
তবেই পাবে ঈদের খুশি 
যদি আত্মশুদ্ধি হয় ।
করো গো সহায় - করো সহায়
ওদের করো সহায় ।

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মুহাম্মদের নামে দুরূদ

মুহাম্মদের নামে দুরূদ
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

মুহাম্মদের নামে দুরূদ 
পড়লো চাঁদ সিতারা, 
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা । 

যারা আলামিন আস সাদিক 
উপাধি দিলো তাঁর,
তারাই আবার কষ্ট দিলো 
মারলো গায়ে পাথর । 
দন্ত শহীদ হলো তবু 
হয়নি পথহারা,  
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা । 

বদর হলো ওহুদ হলো 
তারা তবু চিনলো না তাঁর,
তিনিই শুধু চেয়ে ছিলেন
থাকবে কেন কুসংস্কার !
রবের পথে আসুক ফিরে 
পথ ভ্রষ্ট যারা, 
তিনি খোদার প্রিয় হাবিব 
আমিনার দোলারা ।। 




আল্লাহর ভালবাসা পেলে তুমি

আল্লাহর ভালবাসা পেলে তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আল্লাহর ভালবাসা পেলে তুমি
পেয়ে যাবে সকল চাওয়া,  
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 

আমাদের চাওয়া গুলো হোক প্রিয় নবীর মতো 
সাহাবারা চেয়ে ছিলো যেমন, 
তেমনি করে তুমি নাও চেয়ে নাও 
রাখো বারেবার তাঁকেই স্মরণ । 
যেয়েও না ভুলে তাঁকে ভুলে যেয়েও না 
এই হোক মোদের চাওয়া, 
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 

কতো পাপ রয়ে যায় হয় না চাওয়া 
একটি একটি মনে করে, 
তুমি দয়াময় জানি ক্ষমা করে দাও 
আমাদের পাপ ধরে ধরে ।
তাইতো তোমার কাছে দুহাত তুলে  
চাই এই মনের চাওয়া, 
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 


বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কতো হলে ধনী হয় !

কতো হলে ধনী হয় !
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি ধনী বলে জাহির করো 
কতো হলে ধনী হয় ? 
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় ! 

কিনলে গাড়ি গড়লে বাড়ি 
মনে তোমার সুখ নাই,
হারাম দিয়ে দেহটাকে 
সাজিয়েছো বড়ো ভাই ।
তুমি মরবে কথা ভুলে গেছো 
হারাম হালাল বাছো নাই ।
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় ! 

তুমি বিলাসীতায় গড়লে জীবন 
কারোর দুঃখ বোঝো নাই, 
অহংকারে মগ্ন হয়ে 
কাটালে দিন বদ নেশায় ।
তবু তুমি রবের আদেশ 
ভুলে আছো সর্বদায় ।
সারা জীবন কেটে গেলো
করলে কতো টাকা কামায় !! 




ওগো আরশের মালিক

ওগো আরশের মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো আরশের মালিক তোমার কাছে 
সব কিছুই আছে জমা,
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

এই অধমের প্রতি তোমার
অনুগ্রহ দাও ঢেলে, 
পাপের ভারে যায় যে ডুবে 
জাহান্নামে দিওনা ফেলে ।
ওগো মিনতি আমার তোমার কাছে 
মানার সুযোগ দাও তোমার সীমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

হাশরের মাঠে আরশে আজিমে 
দিয়ো মোদের ঠাঁই, 
কতো অপরাধ করেছি মালিক 
মোদের হবে কি উপায় !
ওগো সিজদায়ে তাই তোমার কাছে 
জানাই কথা যতো আছে জমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 



শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

ওগো আরশের মালিক

ওগো আরশের মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো আরশের মালিক তোমার কাছে 
সব কিছুই আছে জমা,
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

এই অধমের প্রতি তোমার
অনুগ্রহ দাও ঢেলে, 
হবেনা ক্ষতি মালিক ওগো
মোরে ক্ষমা করিলে । 
ওগো মিনতি আমার তোমার কাছে 
মানার সুযোগ দাও তোমার সীমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 

হাশরের মাঠে আরশে আজিমে 
দিয়ো মোদের ঠাঁই, 
কতো অপরাধ করেছি মালিক 
মোদের হবে কি উপায় !
ওগো সিজদায়ে তাই তোমার কাছে 
জানাই কথা যতো আছে জমা ।
যতো জানা অজানা গোনা মোদের 
দাও করে দাও ক্ষমা । 


শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ওগো রব

ওগো রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো রব আমাকে বানিয়েছো তুমি
পশু পাখিদের থেকেও শ্রেষ্ঠ করে, 
ওগো রব আমাকে বানিয়েছো তুমি 
তুমি তোমার মতো করে।

জ্ঞান দিলে মান দিলে
দিলে তুমি মর্যাদা, 
মন দিলে ধন দিলে 
দিলে সবই সর্বদা । 
তবুও তোমার করিনা স্মরণ 
অবাধ্য হই সর্বোত্তরে । 

সাথী দিলে স্বাস্থ্য দিলে 
দিলে তুমি সরল পথ, 
শক্তি দিলে সাহস দিলে 
পেতে মোদের নাজাত ।
তবুও তোমার করিনা শুকুর 
পড়েছে মরিচিকা অন্তরে ।।


বুধবার, ৮ মার্চ, ২০২৩

রাসুলের ভালোবাসা

রাসুলের ভালোবাসা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রাসুলের ভালোবাসা পেতে যদি চাও
কুরআনের পথেই জীবন গড়ো, 
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে 
তার জীবনী আঁকড়ে ধরো ।  

ভালোবেসে ছিলো বিলাল পাহাড় সমান 
বুকে চাপা পাথর নিয়ে, 
চাচা হামজার কলিজাটা ছিঁড়ে খায় 
ভালোবাসার বিনিময়ে । 
তেমনি ভালোবাসা পেতে যদি চাও 
ঈমানকে তুমি শক্ত করো, 
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে 
তার জীবনী আঁকড়ে ধরো ।  

ভালোবেসে ছিলো ওই বদরের সঙ্গীরা
জীবন দিলো নির্দিধায়, 
দুঃখ কষ্ট ভুলছে তারা 
প্রিয় রাসুলের ভালোবাসায় ।
তেমনি ভালোবাসা পেতে যদি চাও 
মনের ময়লা দুর করো, 
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে 
তার জীবনী আঁকড়ে ধরো ।।


 

মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মানবতা কাঁদে

মানবতা কাঁদে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কতো মা আছে সুয়ে 
পথের ধারে, 
কতো বাবার জীবন কাটে 
অনাহারে। 
কতো শিশু পথে পথে লোকের দ্বারে, 
দুমুঠো খাবার তরে ভিক্ষা করে । 

কতো ভাই মিথ্যা কেসে 
বন্দী ঘরে,
কতো বোনের ইজ্জত ওরা
নষ্ট করে । 
কতো জীবন অবহেলায় যায় যে ঝোরে, 
ধুঁকে ধুঁকে মানবতা কেঁদে মরে । 

কতো রক্ত দিলে পরে 
শান্তি ফেরে, 
কতো মুক্তি মুক্তি পাবে
নির্বিচারে । 
কতো জালিম হিদায়াত নিয়ে আসবে ঘরে, 
বুক ভরা সাহস নিয়ে ওমরের মতো করে ।।

এই পৃথিবীর সব সৃষ্টি

এই পৃথিবীর সব সৃষ্টি
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া 

এই পৃথিবীর সব সৃষ্টি 
তারই দান,  
তিনি তোমায় বাঁচিয়ে
দিয়েছেন সম্মান । 

এই সুন্দর দেহ দিয়ে
দিয়েছেন সাজিয়ে, 
রহম ধারায় বৃষ্টি দিয়ে 
দিলেন তিনি ভিজিয়ে ।
মোদের প্রতি তারই দয়া 
আছে অফুরান । 
তিনি তোমায় বাঁচিয়ে 
দিয়েছেন সম্মান ।  

ফুল ফলে মিশিয়ে 
সুগন্ধ ছিটিয়ে, 
নানান রঙে রাঙিয়ে 
এই জমিন বিছিয়ে । 
সব নিয়ামত তারি তো দান
তিনি যে মহান ।
তিনি তোমায় বাঁচিয়ে 
দিয়েছেন সম্মান ।  

মুহাম্মদ রাসুল

মুহাম্মদ রাসুল 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া 

রহমের বৃষ্টি ভেজা ফুল 
যার নেই সমতুল,
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

সেই রাসুলের আগমনে,
আনন্দিত হয় হরিণে ।
মেঘমালারা ছায়া দিতে 
করেনি যে ভুল । 
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল 
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

ওই রাসুলের ভালোবেসে,  
কতো জীবন দিলো হেসে ।
ওই আকাশের ফেরেস্তারা 
আনন্দে মাশগুল । 
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল 
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

https://youtu.be/3SPRVgvMVGM?si=KmikmOVsZFFGPccT

শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

ঝুলতে রাজি ওই ফাঁসিতে

.....দেশের গান.....
ঝুলতে রাজি ওই ফাঁসিতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ঝুলতে রাজি ওই ফাঁসিতে
সত্যের উপর থেকে, 
আনন্দিত হবো সেদিন
বিজয় পতাকা দেখে । 
শত শহীদান রক্ত দিয়ে 
দেশটি গেছেন রেখে,  
আমর স্বদেশ রাখতে ওভাই 
রাখবো চোখটি চোখে ।
বিজয় পতাকা দেখে... 

আবু জেহেলের ওই বাহিনী 
আছে পদে পদে, 
ন্যায়ের পথে চলতে বাধা 
ফেলতে বিপদে । 
এই বাধা পথ মাড়িয়ে মোরা 
রাখবো দেশটি সুখে ।
বিজয় পতাকা দেখে... 

কতো মা আজ সন্তান হারা 
নেই যে তারা সুখে, 
ওই মায়েদের কষ্ট গুলো
বুঝবে কে আজ থেকে !
আর হারাতে দেবোনা মা 
থাকবো ভাইয়ের পাশে দুঃখে।
বিজয় পতাকা দেখে... 


বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

লাব্বাইক

লাব্বাইক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমার কাছে তুলি দুহাত
কবুল করো এই মুনাজাত, 
ওই কাবা ঘর করবো তাওয়াফ 
করবো আমি ইবাদাত । 

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...

সব ইবাদাতের বদলা তুমি
দিয়েছো শুধুই সাওয়াব, 
করলে হজ্জ করবে জানি 
তুমি মোদের নিষ্পাপ । 
সেই আশাতেই বারেবার
ইবাদাতে কাটায় রাত ।
ওই কাবা ঘর করবো তাওয়াফ 
করবো আমি ইবাদাত । 

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক... 

সৎ হাজীদের সাথে আমায় 
করো তুমি সামিল, 
তোমার দয়ায় দাও রাঙিয়ে 
আমাদের এই দিল । 
মনে বড়ো আশা আমার 
শয়তানেরই করবো আঘাত, 
ওই কাবা ঘর করবো তাওয়াফ 
করবো আমি ইবাদাত । 

শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

অন্ধ বিবেক

অন্ধ বিবেক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রহমত নিয়ে আসছে ও ভাই 
তোমার কাছে রমাদান,  
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান । 

আর কতো দিন অন্ধ সেজে 
থাকবে পৃথিবীতে, 
রব যে তোমায় ভালোবাসে 
এসোনা ভালো পথে ।
এমন সুযোগ আর পাবেনা 
পড়ে দেখো আল্ কুরআন, 
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান । 

আহলান সাহলান শাহারু রমদান 
আহলান সাহলান মাহে রমদান ...

কতো দুঃখী পায় না খেতে 
ঘোরে পথে পথে, 
তোমার যাকাত দাও না কেন 
তুলে ওদের হাতে । 
ওরা অসহায় তুমি সহায় 
সবই তো তার দান, 
অন্ধ বিবেক জাগিয়ে তোলার
সুযোগ দিলেন রহমান ।। 

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

জানতে হবে পথটি

জানতে হবে পথটি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

জানতে হবে পথটি তোমার 
ভুল কি বা সঠিক, 
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

দিশাহারা হচ্ছে দেখো 
কতো ভাই ও বোন, 
অজানাতে যায় হারিয়ে 
আত্মীয় স্বজন ।
হাত ছানিতে ডাকছে তোমায় 
যাবে কোন্ দিক!
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

ধৈর্যশীল এর দলভুক্ত 
হতে যদি চাও, 
মুক্তি পাবে কোন্ পথে
নাও জেনে নাও । 
চাই না তোমার প্রভু আমার
জাহান্নামে দিক ।  
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

কাল হাশরের ময়দানে

কাল হাশরের ময়দানে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কাল হাশরের ময়দানে 
উঠবেনা পা জবাব বিনে  
করবে কি তখন..
তুমি করবে কি তখন ।
এই দুনিয়া যার কারণে 
করলে ক্ষতি অকারণে 
সেদিন সে হবেনা আপন..
তোমার হবেনা আপন ।

মিছে আশা ভালোবাসা
স্বপ্ন যদি হয়, 
কেমনে পাবে বলো তুমি 
খোদার পরিচয় !
কি বা কাজে আসবে সেদিন 
এই গোছানো ধন, 
হঠাৎ তোমায় করতে হবে 
মৃত্যুর আলিঙ্গন । 

বাড়ি গাড়ি কোনো কড়ি 
আসবে না রে কাজে, 
রেশমী পোশাক দিয়ে বলো 
কি লাভ হবে সেজে ! 
থাকবে পড়ে সবকিছু যে
ছিঁড়বে তবু বাঁধন, 
হঠাৎ তোমায় করতে হবে 
মৃত্যুর আলিঙ্গন ।।

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

কুরআনের মাস

কুরআনের মাস
তরিকুল ইসলাম খালাসী (কলকাতা)
মধ্যবেনা বাদুড়িয়া 

রহমতের মাস এলোরে
বরকতের মাস এলো ,
মাগফিরাতের মাস এলোরে 
নাজাতের মাস এলো ।।   
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন । 

কামা কুঁতিবা আলাল্লাজিনা মিন কবলেকুম
লা আল্লাকুম তাত্তাকুন ।

হাজার পাপের পাপী তুমি 
পাপের ক্ষমা পেতে, 
এই মাসে লুটিয়ে পড়ো 
তুমি সিজদা তে । 
রবের কাছে দুহাত তুলে
চাওগো তুমি প্রাণ খুলে 
পাবে পরিত্রাণ ।
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন । 

 
ওই কুরআনে লেখা আছে 
ভালো হবে কেমন করে, 
রাখলে রোজা পাবে মজা 
রব যদি নেয় কবুল করে ।
তাইতো তুমি বারে বারে 
সুযোগ মত রবের দারে 
করোগো আদান প্রদান ।
শোনো মমিন শোনো এলো মাহে রমজান
এই মাসে নাজিল হয় পবিত্র কুরআন ।

শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

জীবন মানে

জীবন মানে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

জীবন মানে নয় তো ও ভাই
আসা আর যাওয়া, 
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া । 

কদিন বা থাকবে তুমি 
এই পৃথিবীতে, 
আমলনামা নাও গুছিয়ে 
পাপের মুক্তি পেতে । 
হেলা ফেলা করোনা ভাই 
অনেক দামী জীবন পাওয়া ।
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া ।  

কাটাও সময় যদি তুমি 
বিলাসীতার মাঝে, 
উঁচু উঁচু দালান কোঠা 
লাগবে কি কাজে ? 
যদি না কাজে আসে 
তবে হলো শাস্তি কিনে নেওয়া । 
জীবন মানে পরকালের 
জন্য তৈরী হওয়া ।। 

কুরআনের জ্ঞান

কুরআনের জ্ঞান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

নিতে যদি চাও জ্ঞান 
পড় কুরআন, 
তবে তুমি পাবে ও ভাই
সমস্যার সমাধান ।

চারিদিকে অন্যায় 
জালিমের দাবানল, 
কুরআনের পথেই তবু 
থাকো তুমি অবিচল ।
তবে তুমি মুক্তি পাবে হাশরের দিন, 
রাসুলের সুপারিশে পাবে পরিত্রাণ । 

জালিমের পরিনতি দেখেছো কি
হয়েছে কতো ভয়াবহ,  
আগুনের শিখায় চাও জ্বালাতে কী
তোমার এই দেহ !
সময় সামনে রেখে রবের কাছথেকে 
নাও চেয়ে কুরআনের জ্ঞান । 

রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

আল্লাহকে বল

আল্লাহকে বল 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমার জমে থাকা কষ্টগুলো
আল্লাহকে বল, 
তার দেওয়া বিধি-বিধান মেনে 
সেই পথে চলো ।
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল 
আল্লাহকে বল । 

এই পৃথিবীর বিশালতা 
যার হাতে আছে,
মনের দুঃখ জানাও তুমি
তারই কাছে । 
সুযোগ বুঝে তারই কাছে 
দুহাত তুমি তোলো । 
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল
আল্লাহকে বল । 

যার কাছে ভাই চাইলে তুমি 
বিশাল খুশি হয়,
সেই তো মোদের মাবুদ আল্লাহ 
অতি দয়াময় । 
মনের দুঃখ গুনে গেঁথে 
শুধুই তাকে বল । 
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল
আল্লাহকে বল ।।