তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
কতো পাপ করেছি
প্রভু জানিনা,
আমাদের পাপের দিকে
তুমি দেখোনা।
রব্বানা...রব্বানা...
রব্বানা...রব্বানা...
কতো পাপ করেছি ............
তোমারি হুকুম মেনে
পারিনি চলতে,
ভুলেছি তোমার কাছে
সবকিছু চাইতে ।
তবু তুমি আমাদের ভালোবাসো সীমাহীন...
রব্বানা ।
রব্বানা...রব্বানা...
রব্বানা...রব্বানা...
কতো পাপ করেছি ............
তোমারি অবাধ্যতায় কেটে গেছে
দিন রাত,
দ্বীন কায়েমের পথে কতো
দিয়েছি ব্যাঘাত ।
তবু তুমি আমাদের ভালোবাসো সীমাহীন...
রব্বানা ।
রব্বানা...রব্বানা...
রব্বানা...রব্বানা...
কতো পাপ করেছি ............।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন