মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

কচি কচি মুখে নাও

কচি কচি মুখে নাও 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কচি কচি মুখে নাও
আল্লাহ নামের গান, 
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

খুশি করো সেই রবেরই 
করে গুনগান, 
যিনি তোমায় দিয়েছে যে 
বরকত অফুরান । 
এসো সেই রবের কাছে তুলি দুহাত 
তিনি দয়াবান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

গাছের ডালে মৌচাকেতে 
মধুতে ভরা, 
ফলে ফুলে মিষ্টি ঢেলে 
দিলো যে কারা ! 
ছোট্ট মনে ভাবো তুমি 
বেড়ে যাবে জ্ঞান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন