সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

আল্লাহর ভালবাসা পেলে তুমি

আল্লাহর ভালবাসা পেলে তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আল্লাহর ভালবাসা পেলে তুমি
পেয়ে যাবে সকল চাওয়া,  
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 

আমাদের চাওয়া গুলো হোক প্রিয় নবীর মতো 
সাহাবারা চেয়ে ছিলো যেমন, 
তেমনি করে তুমি নাও চেয়ে নাও 
রাখো বারেবার তাঁকেই স্মরণ । 
যেয়েও না ভুলে তাঁকে ভুলে যেয়েও না 
এই হোক মোদের চাওয়া, 
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 

কতো পাপ রয়ে যায় হয় না চাওয়া 
একটি একটি মনে করে, 
তুমি দয়াময় জানি ক্ষমা করে দাও 
আমাদের পাপ ধরে ধরে ।
তাইতো তোমার কাছে দুহাত তুলে  
চাই এই মনের চাওয়া, 
বোকার মতো কেন তাঁকেই ভুলে 
পেতে চাও সকল পাওয়া । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন