মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

আমি নবীর দিবানা

আমি নবীর দিবানা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমি নবীর দিবানা 
তাইতো তাকে ভুলি না, 
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 

অনাহারে থাকতো যারা 
তাদের তিনি নিতেন খোঁজ, 
রুগীর মাথার ধারে খাবার 
রেখে যেতেন তিনি রোজ ।
সেই নবীকে কেমন করে 
ভুলি তুমি বলো না । 
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 
আমি নবীর...... 

এতিম শিশু থাকতো বসে 
আসবে কখন মোর নবী, 
মনের দুঃখ তাহার কাছে 
বলবো আমি যে সবি ।
তিনি আমার প্রিয় নবী 
তাই তোমার কাছে বলবো না ।
তিনি প্রিয় হাবিব সবার 
নেই যে তাহার তুলো না । 
আমি নবীর...... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন