রবিবার, ৬ আগস্ট, ২০২৩

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

স্বাধীনতা তুমি স্বাধীন কিনা 
একটু ভেবে দেখো,
স্বাধীনতা তুমি স্বাধীন কেমন 
থাকো দূরে থাকো..!

স্বাধীনতা তুমি দিয়েছো উপহার 
বুলেটের ওই গুলি, 
ঝরিয়েছো শুধু হাজার হাজার
তাজা ফুলের কলি । 
লক্ষ কোটি জনতা বলে 
তুমি স্বাধীন নাকো ।
স্বাধীনতা তুমি.....

স্বাধীনতা তুমি স্বাধীন বলে
যাও চেঁচিয়ে যাও,  
বছর বছর লাশের মিছিল 
তাই উপহার দাও ।  
কেমন স্বাধীন হলে তুমি 
ভাবো ভেবে দেখো ।
স্বাধীনতা তুমি......।।

তারিখ 07/08/2023  
সময় 04:16am 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন