সোমবার, ৩১ জুলাই, ২০২৩

আইরে আই পাখি

আইরে আই পাখি 
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা,বাদুড়িয়া 

(বাঁচ্চাদের গান)

আইরে আই পাখি.. 
ওরে আইরে আই পাখি,
নতুন দিনে নতুন সুরে 
গান গাইতে ডাকি...
তোরে নতুন দিনে নতুন সুরে 
গান গাইতে ডাকি ।
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি...... 

তোর আছে দুটি ডানা.. 
ওরে তোর আছে দুটি ডানা....
আজকে দিনে তোর উড়িতে 
কেউ করেনি মানা ।
তাই তো তোরে ডাকি 
তোরই নতুন ছবি আঁকি.... 
তুই যে হবি সবার কাছে 
অনেক জানাশোনা । 
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......  

তুই যে নয় একা..
ওরে তুই যে নয় একা.....
তোরই সাথে গাইবো মোরা 
হোক না কথা পাকা । 
চল্ যেতে হয় যাবো দূরে  
ওরে মিষ্টি পাখির ছানা । 
আজকে দিনে তোর উড়িতে 
কেউ করেনি মানা ।
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......  

আমরা কঁচি আমরা পাখি 
ওরে আমরাই ভবিষ্যত
নতুন নতুন কথায় তাই 
আজ নেবো শপথ... ‌। 
তাই তো তোরে ডাকি 
তোরই নতুন ছবি আঁকি.... 
তুই যে হবি সবার কাছে 
অনেক জানাশোনা । 
আইরে আই পাখি.... 
ওরে আইরে আই পাখি......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন