বুধবার, ২৪ মে, ২০২৩

রব তুমি আমাকে

রব তুমি আমাকে 
তরিকুল ইসলাম খালাসী ‌
মধ্যবেনা বাদুড়িয়া 

রব তুমি আমাকে
দিয়ো গো নাজাত, 
দাও বাড়িয়ে প্রভু 
নেক ও হায়াত । 

তোমারই ডাকিতে চাই 
আমার এই অন্তর, 
ধোঁকা দেয় শয়তান
মনেরই ভিতর । 
তবু আমি তোমাকেই 
চাই পেতে চাই,
তাই করে যায় ওগো 
তোমার ইবাদত । 
রব তুমি আমাকে.....

কতো পাপ করেছি
ক্ষমা করে দাও, 
আমার এই মুনাজাত
কবুল করে নাও ।
এই মিনতি আমার
তোমারই কাছে প্রভু,
তাই তুলেছি ওগো
এই দুটি হাত । 
রব তুমি আমাকে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন