সময় তোমার ফুরিয়ে গেলে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
হালাল হারাম না মানিলে
যেতে হবে জাহান্নামে
এই কথাটা ভুলোনা ভাই ভুলোনা,
রঙিন জীবন বদলে যাবে
একটু ওভাই দেখো ভেবে
কিসের তরে তবে এতো বাহানা !
সময় তোমার যায় হারিয়ে
মিছে মায়ায় খেলতে গিয়ে
জবাব তুমি কিযে দেবে ভেবে দেখো না ।
শুনে ছিলে বুঝে ছিলে
বুঝে বুঝে না চলিলে
কেমনভাবে জীবন তোমার হবে ষোল আনা !
তাইতো ও ভাই কুরআন মেনে
হারাম হালাল জেনে শুনে
রবের দেওয়া এই নিয়ামত ভুলে যেয়োনা ।
হালাল হারাম না মানলে.....
কতো ভাইয়ের দিলে ফাঁকি
মনে করো বন্ধ আঁখি
আল্লাহ তায়ালা কিছুই দেখে না,
এমন ভাবে চললে জীবন
জীবন হবে পশুর মতন
কুরআনেতে আছে লেখা খুলে দেখো না ।
তাইতো ও ভাই জীবন গড়ো
নবীর বাণী আঁকড়ে ধরো
সময় তোমার ফুরিয়ে গেলে সুযোগ পাবে না
হালাল হারাম না মানলে..... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন