তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
শিক্ষা নিয়ে মোরা হবো'ই বড়ো
জ্ঞনের প্রতি তাই ভালোবাসা,
দিকে দিকে ছড়াবো তাই সে জ্ঞান
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা ।
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার )
আ...আ....আ...... আ.....
যে শিক্ষা মানুষের দেখাই সুপথ
আমরা সে পথের পথিক হবো,
শিক্ষার আঙ্গিনায় গড়বো এ দেশ
এই প্রতিজ্ঞা'ই এগিয়ে যাবো..
মোরা এই প্রতিজ্ঞা'ই এগিয়ে যাবো ।
এই আশা নিয়ে চলেছি পথে ওই...
ঘোচাবোই হতাশা ।
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা ।
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার )
আ...আ....আ...... আ.....
মোরা মানুষের মতো গড়বো মানুষ
শিখাবো নৈতিকতা,
দিনেরই শেষে উঠবে গড়ে সে
শিখবে মানবতা...
সে শিখবে মানবতা ।
এই আশা নিয়ে চলেছি পথে ওই...
ঘোচাতেই আমানিশা ।
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা ।
মোরা কলিঙ্গা নূর মাদ্রাসা......( একাধিক বার )
আ...আ....আ...... আ..... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন