সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মিথ্যাবাদী

মিথ্যাবাদী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মিথ্যা বাদী অশ্লীলতা 
ছড়াই দিকে দিকে, 
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে ।

মিথ্যা বাদী জান্নাতে 
কভু যাবে না, 
কোরআন পাকে ঘোষণা 
করেন রব্বানা । 

মিথ্যা বাদীর সঙ্গ দেখো 
হারাম মতবাদ, 
দিকে দিকে যায় বেড়ে যায় 
ফাসাদ আর ফাসাদ । 
বিভেদ ফাসাদ ধ্বংস করে 
তোমার আমার ঈমানকে । 
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে । 
মিথ্যা বাদী......

মিথ্যা বাদীর চোখে মুখে
পাবে ছলনা,
মিষ্টি কথায় কাছে এসে 
ঘটায় বড়ো ঘটনা । 

সেই মিথ্যা বাদীর সঙ্গ কভু 
দিওনা ভাই দিওনা,
প্রিয় নবী বলেন মিথ্যা বাদীর 
জাহান্নাম ঠিকানা । 
রব তোমার দ্বারে তুলি দুহাত 
রক্ষা করো আমাকে ।
বন্ধু তুমি থাকো দূরে 
ওই.. মিথ্যাবাদীর থেকে.....
বন্ধু তুমি থাকো দূরে 
সেই.. মিথ্যাবাদীর থেকে । 
মিথ্যা বাদী...........।।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন