শুক্রবার, ১৯ মে, ২০২৩

প্রভু মোদের প্রিয় করে

কুরবানী নিয়ে গান নং 2

প্রভু মোদের প্রিয় করে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

প্রভু মোদের প্রিয় করে
নিয়েছো তুমি, 
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী । 

ভালোবাসা দিলে তুমি 
ইব্রাহিমের মতো, 
আমরা তবু তোমার কাছে 
করিনি মাথা নত । 
তবু হতভাগার করলে ক্ষমা 
ওগো রব তুমি ।
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী...

ইসমাইলের মতো জানি 
নাওনি মোদের পরীক্ষা, 
ভালোবেসে তবু তুমি 
দিলে ত্যাগের শিক্ষা । 
তাই দ্বীনের পথে জীবন ভর 
কবুল করো তুমি, 
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন