শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

তুমি আছো বেখবর

তুমি আছো বেখবর 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি আছো বেখবর...
একটু জানার চেষ্টা করোনা, 
ও ভাই.. 
একটু বোঝার চেষ্টা করোনা ।

তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা । 

যিনি তোমায় করলো সৃষ্টি 
তাঁকেই ভুলে গেলে, 
লম্বা হায়াত পেয়েও তবু 
খালি ঝোলা নিলে ।
এই ধরণীর হিসাব নিকাশ...
ও ভাই এই ধরনির হিসাব নিকাশ 
হবে কথা মানো না । 
তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা । 
তুমি আছো........

ইচ্ছা মত জীবন যাপন 
করলে এই ধরায়, 
বলো কার হুকুমে শস্য ফসল 
এতো বৃদ্ধি পায় !  
তোমার বুঝ ক্ষমতা দিলেন তিনি...
ও ভাই বুঝ ক্ষমতা দিলেন তিনি 
তবু বোঝার চেষ্টা করোনা । 
তোমার জন্য ওই বাজারে এসেগেছে 
কাফনের কাপড় খানা ।  
তুমি আছো........।।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন