বিদ্রূপ
তরিকুল ইসলাম খালাসী
হোক না যতই ছোট মানুষ
তাকে ছোট ভেবো না ।
আর হোক না কেউ সাদাসিধে
তাকে পাগল বলো না ।
ওই বাচ্চাটাকে এতিম বলে
গলা ধাক্কা দিওনা ।
হাজার শত্রু হলে তুমি
তাঁকেও খতি করনা ।
বধির বোবা অন্ধ দেখে
ঠাট্টা বিদ্রূপ করনা ।
মরার পরে শাস্তি আছে
মুক্তি সেদিন পাবে না ।।
সমাপ্ত
তরিকুল ইসলাম খালাসী
হোক না যতই ছোট মানুষ
তাকে ছোট ভেবো না ।
আর হোক না কেউ সাদাসিধে
তাকে পাগল বলো না ।
ওই বাচ্চাটাকে এতিম বলে
গলা ধাক্কা দিওনা ।
হাজার শত্রু হলে তুমি
তাঁকেও খতি করনা ।
বধির বোবা অন্ধ দেখে
ঠাট্টা বিদ্রূপ করনা ।
মরার পরে শাস্তি আছে
মুক্তি সেদিন পাবে না ।।
সমাপ্ত
১০.০৪.০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন