বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

যেখানেই শিক্ষা সেখানেই আমরা

যেখানেই শিক্ষা সেখানেই আমরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যেখানেই শিক্ষা সেখানেই আমরা
আমরা হতে চাই নির্ভুল,
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 

‌আমরা হতে চাই বিশ্ব সেরা 
শিক্ষার কারিগর, 
জ্বালাতে চাই তাই জ্ঞানের আলো 
সকল স্তর । 
শিক্ষা সদা আনে শান্তি দেখো 
মাড়িয়ে চলে শত ভুল ।
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 
যেখানেই শিক্ষা.......... 

আমরা আমাদের শিক্ষা দানে 
রেখে চলেছি নৈতিকতা,  
সোনার ছেলেমেয়ে সোনা হবে 
পূর্ন হবে শূন্যতা । 
এই আশা নিয়ে চলেছি পথে 
মোরা পাবোই পাবো কূল ।
সুশিক্ষা দানে এগিয়ে চলেছে
কদমতলা ইউনিক পাবলিক স্কুল । 
যেখানেই শিক্ষা.......... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন