শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

সেইদিন


সেইদিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কেউ কারো সাথী হবে
নয় রে সেইদিন, 
বাড়ি গাড়ি সব সম্পদ
হবে যে বিলীন। 

কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন.... 

ক্ষনিকের এই দুনিয়াতে 
আছো তুমি মোহে ডুবে, 
ভুলে গেছো হালাল হারাম
কেমন করে জবাব দিবে !
হিসাব ছাড়া কেমন করে
তুলবে পা সেইদিন ।
কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন....  

ভবের কথা ভবেই রবে 
আমল শুধুই সঙ্গে যাবে, 
সময় থেমে আছে কি আর
দেখো তুমি ভেবে ।
আফসোস জানি করবে তুমি
কাল হাশরের দিন ।।
কিসের মায়ায় তবে তুমি 
এতো উদাসীন.... ! 

লেখা: মুন্সীডাঙ্গা, হাওড়া শিল্পী আনোয়ার হোসেন ভাইয়ের বাসায়।
সময়: 7:10am
14/08/2023

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন