তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তোমার ঘরে কন্যা এলে
শুকরিয়া করো আদায়,
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।
নবীজির(সাঃ)ওই মায়ের আদর
দিয়েছিলেন ফাতেমা,
নারী তোমার মায়া মমতায়
হয় যে প্রিয়তমা ।
তাই তোমারই কন্যা হলে
অখুশি হয়োনা ভাই,
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।
তিনটি কন্যা যার ঘরেতে
তার জান্নাতেরই ঘোষণা,
খুশি হয়ে এই ঘোষণা
দিলেন তোমায় রাব্বানা ।
তাইতো বলি রবের ভয়ে
কন্যা হত্যা করোনা ভাই,
রহম নিয়ে আসে ওরা
তোমারই দরজায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন