তরিকুল ইসলাম খালাসী (কোলকাতা)
মধ্যবেনা বাদুড়িয়া
খেলোনা নিয়ে আগুন
ঝলসে যাবে দ্বিগুন,
সাবধান হও যে তুমি
জাহান্নাম বড়োই কঠিন ।
না হয়োনা রং তামাশায়
মত্ত তুমি,
রেখো না কাজে কামে
কমি খামি ।
দুর্বল নও তো তুমি অনেক দামি
এ কথা বুঝবে যেদিন ।
খেলোনা নিয়ে......
না করোনা আপস তুমি
অধমের সাথে,
নিজেকে করতে বড়ো
চলো সঠিক পথে ।
সত্য সঠিক পথের দিশা পাবে তুমি
এ কথা মানবে যেদিন ।
খেলোনা নিয়ে...... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন