তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
জাহেলি সমাজ থেকে করো হেফাজত
ওগো দয়াময়..ওগো দয়াময়,
পাপের কালিমা যেন না লাগে গায়..
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় ।
যুগে যুগে ফিরাউন
হয়ে আছে দ্বিগুণ
সবকিছু করে লয়... সবকিছু লয়,
মমিনের ঘাঁটি ভেঙে
বেইমান বেঁচে কিনে
ঈমান'কে কেড়ে নিতে চায়.. নিতে চায় ।
নামধারী মুনাফিক থেকে করো হেফাজত
ওগো দয়াময়..ওগো দয়াময়,
পাপের কালিমা যেন না লাগে গায়..
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় ।
জাহেলি সমাজ থেকে..............
দাজ্জাল পদে পদে
ফেলিতে চাই বিপদে
তাই লাগে ভয় শুধু... তাই লাগে ভয়,
ঈমান'টা বুঁদ বুঁদ
নেই মোদের মজবুত
এখন কি উপায় বলো... এখান কি উপায় ।
তাই মোদের হিফাজত করো ওগো নাজাত
ওগো দয়াময়..ওগো দয়াময়,
পাপের কালিমা যেন না লাগে গায়..
হয় শুধু ভয় তাই.. হয় শুধু ভয় ।
জাহেলি সমাজ থেকে..............।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন