তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তুমি একদিন হবে নিষ্প্রাণ
শোনো শোনো ইনসান...
সৃষ্টি কূলের সেরা করে
বানিয়েছে তোমাকে রহমান ।
তুমি একদিন হবে......
তুমি.. জালিমের খাতায়
লিখলে নাম,
শোনো.. হবে ঠিকানা
ওই জাহান্নাম ।
জবাব সেদিন দিতে হবে
কেমনে পাবে পরিত্রাণ !
তুমি একদিন হবে.....
তুমি.. তোমার সাথীকে
করলে খুন,
রব.. রাগান্বিত হয়
শোনো দ্বিগুন ।
সেই রবের অধীনে আছে
পাহাড় সাগর আসমান ।
তুমি একদিন হবে.....।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন