এসো গুটি গুটি পায়ে মোরা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
এসো গুটি গুটি পায়ে মোরা
মক্তবেতে যাই,
কুরআন যেন হয় যে শেখা
নবীর (সাঃ) তরিকায় ।
শিখলে কোরআন বাড়বে যে জ্ঞান
বেড়ে যাবে মান,
সহজ সরল পথেই দেখো
রয়েছে কল্যাণ ।
সেই রবের ভালোবাসা পেতেই
ঈমান আনতে হয় ।
কুরআন যেন হয় যে শেখা
নবীর (সাঃ) তরিকায় ।
ভালো মন্দ যাবে চেনা
জ্ঞানটা যদি থাকে,
মিথ্যা কথা বলতে মানা
নেবো মোরা শিখে ।
এসো সবার ভালোবাসায়
জীবনটা রাঙাই ।
কুরআন যেন হয় যে শেখা
নবীর তরিকায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন