তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
মুহাম্মদের নামে দুরূদ
পড়লো চাঁদ সিতারা,
তিনি খোদার প্রিয় হাবিব
আমিনার দোলারা ।
যারা আলামিন আস সাদিক
উপাধি দিলো তাঁর,
তারাই আবার কষ্ট দিলো
মারলো গায়ে পাথর ।
দন্ত শহীদ হলো তবু
হয়নি পথহারা,
তিনি খোদার প্রিয় হাবিব
আমিনার দোলারা ।
বদর হলো ওহুদ হলো
তারা তবু চিনলো না তাঁর,
তিনিই শুধু চেয়ে ছিলেন
থাকবে কেন কুসংস্কার !
রবের পথে আসুক ফিরে
পথ ভ্রষ্ট যারা,
তিনি খোদার প্রিয় হাবিব
আমিনার দোলারা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন