মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আল্লাহর ভয় করে

আল্লাহর ভয় করে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

আল্লাহর ভয় করে
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান, 
তাগুতের ছায়া তলে 
যায় যায় ঈমান ঝরে ।
বারবার আল্লাহ বলেছেন । 

কুরআনের পাতা থেকে
নাও কিছু তুমি শিখে 
নাও চিনে জীবনের ধন.…
নাও চিনে জীবনের ধন । 
এ জীবন দিয়ে তুমি নাও কিনে নাও  
হাশরের দিনের সম্মান... । 
আল্লাহর ভয় করে 
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান...
ঈমানের হও বলিয়ান ।

আল্লাহর পথ থেকে 
যারা যারা গেছে বেঁকে 
হয়েছে তারা ধ্বংস.... 
হয়েছে তারাই ধ্বংস । 
সেই ধ্বংস থেকে তুমি নিজেকে বাঁচাও 
আল্লাহ করেছেন ফারমান ।। 
আল্লাহর ভয় করে 
তাগুত থেকে থাকো দূরে 
ঈমানের হও বলিয়ান...
ঈমানের হও বলিয়ান ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন