মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

গোনাহের কাছে জীবন

গোনাহের কাছে জীবন 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

গোনাহের কাছে জীবন
দিওনা সঁপে ও...
পা ফেলো দুনিয়াতে 
মেপে মেপে ও... । 
পা ফেলো দুনিয়াতে 
মেপে মেপে ।

চারিদিকে আগাছা পরগাছা
মাকড়সার জাল ওই বিছানো, 
সবুজ শ্যামল ও তরুলতা 
দিনে দিনে হয়ে যায় শুকনো । 
তুমি সুন্দর সুদেহে আয়োজনে 
নিজেকে রাখো চেপে ও... ।
তুমি নিজেকে রাখো চেপে ।
গোনাহের কাছে........ 

জীবনে কতকিছু হারিয়ে গেছে 
তুমি কি সে গুলো পাবে ফিরে ! 
দুচোখ বুজিয়ে ভেবে দেখো 
কি বা নিলে সওদা করে । 
গোনার পাহাড়ের ওই চুঁড়াতে 
যেওনা ধাপে ধাপে ও...
তুমি যেওনা ধাপে ধাপে ।
গোনাহের কাছে........ ।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন