শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

তুমি বৃষ্টি না দিলে

তুমি বৃষ্টি না দিলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তুমি বৃষ্টি না দিলে এই জামিন
হয়ে যেতো মরুভূমি, 
তোমারই দায়া সীমাহীন
তাইতো মোরা কদম চুম্বী । 

বৃষ্টি ছাড়া হয়না জমিনে
কোনো ফসল,  
তোমার হুকুমে হয়ে থাকে 
এই আদি আসল । 
সেই বৃষ্টি দিয়ে মন ভরিয়ে
দিয়েছো তুমি ।
তোমারই দায়া সীমাহীন 
তাইতো মোরা কদম চুম্বী । 

সিজদায়ে মাথা নুয়ে 
দিই তোমারই পায়ে, 
তুমি পাপের ওই শাস্তি 
দেবে সেই ভয়ে । 
অগণিত নিয়ামত দিয়েছো তুমি
অনেক দামী ।
তোমারই দায়া সীমাহীন 
তাইতো মোরা কদম চুম্বী ।। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন