মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মুহাম্মদ রাসুল

মুহাম্মদ রাসুল 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া 

রহমের বৃষ্টি ভেজা ফুল 
যার নেই সমতুল,
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

সেই রাসুলের আগমনে,
আনন্দিত হয় হরিণে ।
মেঘমালারা ছায়া দিতে 
করেনি যে ভুল । 
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল 
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

ওই রাসুলের ভালোবেসে,  
কতো জীবন দিলো হেসে ।
ওই আকাশের ফেরেস্তারা 
আনন্দে মাশগুল । 
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল
মুহাম্মদ রাসুল মুহাম্মদ রাসুল 
তিনিই হলেন মোদের প্রিয় 
মুহাম্মদ রাসুল । 

https://youtu.be/3SPRVgvMVGM?si=KmikmOVsZFFGPccT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন