মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

এই ধরাতে

এই ধরাতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

ও... ও... ও.......
আ...আ...আ...... ঐ
এই ধরাতে... 2বার
সীমালংঘন করোনা 
যুবক যুবতী । 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।

মানুষের পরিচয়
মানুষ হওয়া, 
অন্যায় ও কূ'কামে 
না যাওয়া। 2বার
তাই'তো আঁধারেও জ্বলে বাতি..... 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।
ও... ও... ও.......
আ...আ...আ......  

ওই দেখো কত যুবক 
হচ্ছে শহীদ, 
অন্যায় রুখেছে 
বীর মুজাহিদ । 2বার
জীবন'কে ঝুঁকি নেওয়া মানব নীতি.... 2বার
আমরা মানুষ নামে খ্যাতি 
ও আমরা মানুষ নামে খ্যাতি ।
ও... ও... ও.......
আ...আ...আ......  
এই ধরাতে.............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন