তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
খুশির দিন.. খুশির দিন..
বন্ধু তোমার খুশির দিন...
খুশির দিন.. খুশির দিন..
বন্ধু সবার খুশির দিন... ।
বন্ধু তুমি ছিলে একা
আজ থেকে হলে দুজনা,
রবের কাছে করি দোয়া
সুখী হও এই কামনা ।
একে অপরের বুঝা বুঝিতে
কাটুক তোমাদের দিন ।
খুশির দিন খুশির দিন
বন্ধু তোমার খুশির দিন...
হালাল পথে গড়বে জীবন,
বন্ধু করো এই পণ,
তুমি হবে সবার সেরা
করো প্রশস্ত মন ।
আজকে তোমার নিতেই হবে
এসেছে শপথের দিন ।
খুশির দিন খুশির দিন
বন্ধু তোমার খুশির দিন...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন