মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

হে রব

হে রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হে রব...
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও, 
জাহান্নামের আগুন থেকে 
নাও বাঁচিয়ে নাও ।

কতো পাপ করেছি 
আমি অ'জানাতে,
কতো ভুলের পিছু হেঁটে 
চলেছি ভুল পথে ।
তবু তুমি আমাদের.....
আহার জোগাও ।
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও....... ।
হে রব........ 

চাইলে তুমি আমাদের 
শাস্তি দিতে পারো, 
তোমার সমান ক্ষমতা 
নেই যে কাহারো ।
তুমি অসীম সীমাহীন….
আঁধারে বাতি জ্বলাও ।
ক্ষমা করে দাও তুমি 
ক্ষমা করে দাও... ।
হে রব........ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন