তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
সিদ্ধান্ত নাও রে সবাই
সময় শেষের আগে,
আর ঘুমিয়ে থেকো না'গো
দেখো তুমি জেগে..
ও ভাই..
দেখো তুমি জেগে ।
যদি মুল্যবান ওই সময়টা
হেলায় হেলায় কাটে,
কেমনে জবাব দেবে তুমি
পরপারের ঘাটে ।
জবাব ছাড়া উঠবেনা পা...
তোমার জবাব ছাড়া উঠবেনা পা
নাও রে জেনে আগে...
ও ভাই...
নাও রে জেনে আগে ।
যদি ধন গোছাতে যায় হারিয়ে
আমাদের এই মন,
মনের মাঝে কতো কিছুর
হয় যে আলিঙ্গন ।
সেই আলিঙ্গনের বোঝাপড়া..
তুমি সেই আলিঙ্গনের বোঝাপড়া
করো কাজের আগে...
ও ভাই...
করো কাজের আগে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন