বুধবার, ১৭ মে, ২০২৩

তোমারই রহম পেতে

তোমারই রহম পেতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমারই রহম পেতে 
চাই রাব্বানা,
তোমাকেই ভালোবেসে 
হবো দিবানা । 

এমন আশা লালন করে 
তুলেছি দুহাত তোমার দ্বারে, 
তোমার করুণায় দাও ভিজিয়ে 
জগৎ সংসারে ।
তাই তোমার নামে সুর তুলে 
গেয়ে যেতে চাই গান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মেহেরবান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দয়াবান । 

জানি তুমি সীমাহীন 
সবই তোমারই অধীন, 
চাঁদ সিতারা হুরবালারা 
আসমান ও জমিন ।
সবাই তোমার সেজদায় লুটায় 
গায় যে তোমার গান, 
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মেহেরবান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দয়াবান ।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন