তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
অসহায় মানুষের পাশে আজ
নাই কেহ নাই,
দেখো দিকে দিকে মানবতা
যায় কেঁদে যায় ।
কতো মায়ের কোলের সন্তান
ছিঁড়ে খায় শকুনে,
কতো বোনের লাশ পড়ে
থাকে রেল লাইনে ।
তবুও কেমন করে
মানুষ গুলো নিরব রয় ।
দেখো দিকে দিকে মানবতা
যায় কেঁদে যায় ।
মানুষ গুলো বাঁচার তরে
করে আহাজারি,
শত ব্যথা জমা করেও
নেই উপায় তারি ।
কেমন মানুষ তুমি বলো
ভালোবাসো হৃদয়ে নাই ।
দেখো দিকে দিকে মানবতা
যায় কেঁদে যায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন