বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

জানতে হবে পথটি

জানতে হবে পথটি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

জানতে হবে পথটি তোমার 
ভুল কি বা সঠিক, 
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

দিশাহারা হচ্ছে দেখো 
কতো ভাই ও বোন, 
অজানাতে যায় হারিয়ে 
আত্মীয় স্বজন ।
হাত ছানিতে ডাকছে তোমায় 
যাবে কোন্ দিক!
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

ধৈর্যশীল এর দলভুক্ত 
হতে যদি চাও, 
মুক্তি পাবে কোন্ পথে
নাও জেনে নাও । 
চাই না তোমার প্রভু আমার
জাহান্নামে দিক ।  
জেনে বুঝে পা বাড়ালেই 
হারাবে না ঠিক ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন