তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
সকল প্রসংশা ওগো আল্লাহ
শুধুই তোমার,
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার ।
হিংসা বিভেদ থেকে আল্লাহ
হেফাজাত করো মোরে,
কবুল করো এই মুনাজাত
তুলেছি হাত তব দ্বারে ।
তুমি সীমাহীন রব্বুল আলামীন
হে পরওয়ারদেগার ।
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার ।
করি ইবাদত কেবল তোমারই
হে আমার রব,
চাওয়া পাওয়া নেইতো বাকি
দিয়েছো তুমি সব ।
সরল পথের পথিক বানাও
চাই তোমার দীদার ।
দাওগো খুলে তুমি মোদের
মনের দুয়ার । ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন