মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

এই পৃথিবীর সব সৃষ্টি

এই পৃথিবীর সব সৃষ্টি
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া 

এই পৃথিবীর সব সৃষ্টি 
তারই দান,  
তিনি তোমায় বাঁচিয়ে
দিয়েছেন সম্মান । 

এই সুন্দর দেহ দিয়ে
দিয়েছেন সাজিয়ে, 
রহম ধারায় বৃষ্টি দিয়ে 
দিলেন তিনি ভিজিয়ে ।
মোদের প্রতি তারই দয়া 
আছে অফুরান । 
তিনি তোমায় বাঁচিয়ে 
দিয়েছেন সম্মান ।  

ফুল ফলে মিশিয়ে 
সুগন্ধ ছিটিয়ে, 
নানান রঙে রাঙিয়ে 
এই জমিন বিছিয়ে । 
সব নিয়ামত তারি তো দান
তিনি যে মহান ।
তিনি তোমায় বাঁচিয়ে 
দিয়েছেন সম্মান ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন