ওগো আরশের মালিক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
ওগো আরশের মালিক তোমার কাছে
সব কিছুই আছে জমা,
যতো জানা অজানা গোনা মোদের
দাও করে দাও ক্ষমা ।
এই অধমের প্রতি তোমার
অনুগ্রহ দাও ঢেলে,
হবেনা ক্ষতি মালিক ওগো
মোরে ক্ষমা করিলে ।
ওগো মিনতি আমার তোমার কাছে
মানার সুযোগ দাও তোমার সীমা ।
যতো জানা অজানা গোনা মোদের
দাও করে দাও ক্ষমা ।
হাশরের মাঠে আরশে আজিমে
দিয়ো মোদের ঠাঁই,
কতো অপরাধ করেছি মালিক
মোদের হবে কি উপায় !
ওগো সিজদায়ে তাই তোমার কাছে
জানাই কথা যতো আছে জমা ।
যতো জানা অজানা গোনা মোদের
দাও করে দাও ক্ষমা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন