রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

আল্লাহকে বল

আল্লাহকে বল 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমার জমে থাকা কষ্টগুলো
আল্লাহকে বল, 
তার দেওয়া বিধি-বিধান মেনে 
সেই পথে চলো ।
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল 
আল্লাহকে বল । 

এই পৃথিবীর বিশালতা 
যার হাতে আছে,
মনের দুঃখ জানাও তুমি
তারই কাছে । 
সুযোগ বুঝে তারই কাছে 
দুহাত তুমি তোলো । 
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল
আল্লাহকে বল । 

যার কাছে ভাই চাইলে তুমি 
বিশাল খুশি হয়,
সেই তো মোদের মাবুদ আল্লাহ 
অতি দয়াময় । 
মনের দুঃখ গুনে গেঁথে 
শুধুই তাকে বল । 
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল
আল্লাহকে বল ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন