মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সালাম সালাম সালাম প্রিয়

সালাম সালাম সালাম প্রিয় 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায়, 
তুমি মোদের জন্যে সুপথ 
এনেছিলে ধরায় । 

কতো আঘাত প্রতিঘাতে 
কেটে গেছে জীবন, 
সেই আঘাতে হয়েছে দেখো
তোমার দেহের রক্তক্ষরণ ।
তবু তুমি হওনি হতাশ 
এই উম্মতের মায়ায় । 
সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায় । 

শহীদ হলেন প্রাণের চাচা 
হিন্দা চিবাই কলিজা, 
তবু তুমি করলে মাফ 
দাওনি তাকে সাজা । 
এমন দয়ার নবী তুমি 
তোমার সম কেই নাই ।
সালাম সালাম সালাম প্রিয়
নবীজি (সাঃ) তোমায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন