সোমবার, ৩১ জুলাই, ২০২৩

কাবার মেহমান

কাবার মেহমান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও, 
নবীর দিদার দাওগো আমায় 
দাও তুমি দাও.... আল্লাহ... 
দাও তুমি দাও । 

কতো কষ্ট সয়েছেন নবী
উম্মতের তরে, 
আমি গুনাহগার এসেছি তাই 
আমার নবীর দিদারে । 
মনের আশা কবুল করে
নাওগো তুমি নাও... আল্লাহ...
নাওগো তুমি নাও ।
কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও । 

হাজার হাজার হাজীরা সব
আসে দিদার পেতে, 
নবীর সাথে চাই যেতে চাই 
ওই জান্নাতে । 
তাদের দলে থাকতে আমার 
দাও তাওফীক দাও... আল্লাহ...
দাও তাওফীক দাও ।
কাবার মেহমান তুমি আমার 
নাও করে নাও... আল্লাহ... 
নাও করে নাও ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন