শুক্রবার, ৫ মে, ২০২৩

বিপদ এলে করলে সবর

বিপদ এলে করলে সবর 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

বিপদ এলে করলে সবর 
আল্লাহ তাআলা খুশি হয়, 
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় !

বিপদ তোমার যায় শিখিয়ে 
ভুলটা বুঝে নাও,
সহজ সরল পথেই তুমি 
জীবন সঁপে দাও । 
জীবন তোমার ধন্য হবে 
করো রবের যদি ভয় ।
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় ! 

সবর কারির সঙ্গী হবে 
আল্লাহ তাআলা খোঁদ নিজেই, 
তুমিও ভাই ধন্য হবে 
এমন পাওয়া পেয়েই ।
তাইতো ওভাই চাওয়া পাওয়া
রবের নিকট হতে হয় ।
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় ॥ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন