রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

দৈনিক নতুন পয়গাম

দৈনিক নতুন পয়গাম
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

সত্যের খবর আনতে,
এসেছে নতুন পত্র।
মিথ্যার আঁধার হটিয়ে,
দেখাতে আলোর চিত্র।

পয়গাম সদা দুঃখ লিখে,
দেয় সে ন্যায়ের ডাক।
সে ডাকে জাগবেই মানুষ,
নেই হওয়ার অবাক।

শান্তির বাণী বুকে,
ভ্রাতৃত্ব বন্ধন ছড়াতে।
দৈনিক নতুন পয়গাম,
থাকবে আলোর পথে।। 

https://notunpoigam.com/poetry-daily-notun-poigam/ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন