শুক্রবার, ৩০ জুন, ২০২৩

গীবতের ধারে পাশে

গীবতের ধারে পাশে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

গীবতের ধারে পাশে যেওনা
গীবত করা ভালো না, 
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 

নবী (সাঃ) বলে তুমি তোমার 
ভাইয়ের গোশত খেওনা, 
গীবত করলে সেই সম হয়
তোমার আমার গোনাহ ।
সেই গোনাহ থেকে থাকতে দূরে 
আদেশ করেন রাব্বানা ।
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 

ও ভাই পরনিন্দা চোগলখুরি 
গীবতেরি অংশ, 
ভালোর মাঝে থাকলে খারাপ 
তবু হয়ে যায় ধ্বংস । 
সেই খারাপ থেকে থাকো দূরে 
মিশে ও ভাই যেওনা ।
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা রে...
গীবত তোমার ধ্বংস করে 
সকল আমলনামা । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন