শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

নেশা মুক্ত করতে সমাজ

নেশা মুক্ত করতে সমাজ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

নেশা মুক্ত করতে সমাজ 
করো যদি অঙ্গীকার, 
রবের পক্ষ থেকেই পাবে 
মদদ হাজার হাজার । 

এ ওয়াদা করেছেন 
স্বয়ং রব, 
মমিনে'রা করে তাই 
অনুভব । 
তুমি বিচলিত হয় দেখো... 
মুনাফিক বারবার । 
নেশা মুক্ত করতে......... 

কতো জীবন দেখো ওই 
ধংসের কিনারায়,  
শত শত মায়ের কোল 
প্রতিদিন খালি হয় ।
আর কতোদিন দেখতে হবে...
এ জুলুম কারবার ।
নেশা মুক্ত করতে.........।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন