বুধবার, ৩ মে, ২০২৩

ইয়া মালিক

ইয়া মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... 

না চাওয়াতেই দিয়েছো মোদের
তুমি সব কিছু,
তবুও মোরা তোমার কাছে 
করিনা মাথা নিচু ।
পাপে পাপে ভরে গেছে জীবন মোদের শেষ, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ ।
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... ।

তোমার দেওয়া রিজিক নিয়ে
করি মারা মারি, 
তোমার যা নিষেধ সেই পথে
জীবন মোরা গড়ি । 
এমন আদেশ ছিলো নাতো জানি যে তোমার, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ । 
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... । 

এই নসিবে হিদায়াত মোদের 
দিয়ো গো ওগো রব, 
সৃষ্টির সেরা মানুষ আমি
করিনি অনুভব । 
তোমার দেওয়া রিজিক আমি শুধুই করেছি ভোগ, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ । 
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... । 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন