তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
শোনো যে ক্ষমতা তোমাকে
অন্ধ বানায়,
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
তুমি দুদিনের খেল তামাশায়
করো শুধুই বড়াই,
বাহাদুরি দেখাও অনেক
সৃষ্টি তাঁরই ধরায় ।
তুমি বধির বোবার থেকেও খারাপ
নষ্ট সমাজ হয় ।
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
শোনো যে ক্ষমতা.....
কথায় কথায় প্রতিশ্রুতি
তুমি দিয়ে থাকো,
আহা..কতো জীবন ঝরিয়েছো
ভেবে দেখো ।
তুমি মানব সমাজ নষ্ট করে
চাও পেতে চাও জয় ।
সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ভাই !
বলো.. সেই ক্ষমতা কেমন করে
দেবে রেহাই ।
শোনো যে ক্ষমতা..... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন