শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ওগো রব

ওগো রব 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ওগো রব আমাকে বানিয়েছো তুমি
পশু পাখিদের থেকেও শ্রেষ্ঠ করে, 
ওগো রব আমাকে বানিয়েছো তুমি 
তুমি তোমার মতো করে।

জ্ঞান দিলে মান দিলে
দিলে তুমি মর্যাদা, 
মন দিলে ধন দিলে 
দিলে সবই সর্বদা । 
তবুও তোমার করিনা স্মরণ 
অবাধ্য হই সর্বোত্তরে । 

সাথী দিলে স্বাস্থ্য দিলে 
দিলে তুমি সরল পথ, 
শক্তি দিলে সাহস দিলে 
পেতে মোদের নাজাত ।
তবুও তোমার করিনা শুকুর 
পড়েছে মরিচিকা অন্তরে ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন