তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
রাসুলের ভালোবাসা পেতে যদি চাও
কুরআনের পথেই জীবন গড়ো,
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে
তার জীবনী আঁকড়ে ধরো ।
ভালোবেসে ছিলো বিলাল পাহাড় সমান
বুকে চাপা পাথর নিয়ে,
চাচা হামজার কলিজাটা ছিঁড়ে খায়
ভালোবাসার বিনিময়ে ।
তেমনি ভালোবাসা পেতে যদি চাও
ঈমানকে তুমি শক্ত করো,
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে
তার জীবনী আঁকড়ে ধরো ।
ভালোবেসে ছিলো ওই বদরের সঙ্গীরা
জীবন দিলো নির্দিধায়,
দুঃখ কষ্ট ভুলছে তারা
প্রিয় রাসুলের ভালোবাসায় ।
তেমনি ভালোবাসা পেতে যদি চাও
মনের ময়লা দুর করো,
বুক ভরা ভালোবাসা মায়া দিয়ে
তার জীবনী আঁকড়ে ধরো ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন