তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
সুখের দিনে পাই গো পাশে
কতো আপন স্বজন ভাই,
বিপদ কালে তাঁরাই আবার
দূরে দূরে যায় সরে যায় ।
এই দুনিয়াটা এমন আপন
চেনা বড়ো দায়,
হঠাৎ যেদিন থমকে যাবে
চিনবে যে সবাই ।
আসবে রেখে তোমায় গোরে
আপন স্বজন একা করে
থাকতে এ জ্ঞান বুঝার তুমি
বুঝার চেষ্টা করো নাই ।
সুখের দিনে...
তোমার স্বার্থ ছাড়া চেনেনা
বৌ সন্তান বোনেরা,
রোগে রোগে কাতর তুমি
ন্যাই না খোঁজ ভাইয়েরা ।
এরাই তোমার কাছের আপন
সব কিছুকেই করে গোপন
আপন আপন করে তুমি
নষ্ট করলে সময় ।।
সুখের দিনে.... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন