রবিবার, ৪ জুন, ২০২৩

সুখের দিনে পাই গো পাশে

সুখের দিনে পাই গো পাশে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

সুখের দিনে পাই গো পাশে
কতো আপন স্বজন ভাই, 
বিপদ কালে তাঁরাই আবার
দূরে দূরে যায় সরে যায় । 

এই দুনিয়াটা এমন আপন 
চেনা বড়ো দায়, 
হঠাৎ যেদিন থমকে যাবে 
চিনবে যে সবাই । 
আসবে রেখে তোমায় গোরে 
আপন স্বজন একা করে 
থাকতে এ জ্ঞান বুঝার তুমি 
বুঝার চেষ্টা করো নাই । 
সুখের দিনে...

তোমার স্বার্থ ছাড়া চেনেনা 
বৌ সন্তান বোনেরা, 
রোগে রোগে কাতর তুমি 
ন্যাই না খোঁজ ভাইয়েরা । 
এরাই তোমার কাছের আপন 
সব কিছুকেই করে গোপন 
আপন আপন করে তুমি 
নষ্ট করলে সময় ।। 
সুখের দিনে.... ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন