বুধবার, ১০ মে, ২০২৩

কুরআনের পাখি গুলো

কুরআনের পাখি গুলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কুরআনের পাখি গুলো 
ডেকে ডেকে বলে যায়, 
এখনো কেন তুমি ফিরে এলে না । 
জীবনের খাতায় দেখো 
কতো কিছু বাকি রয়, 
এখনো কেন তুমি বুঝে নিলে না । 

ডাকে শতবার তোমার 
ওই গহীন কবর,  
রাখো না কেন ও ভাই 
তুমি সেই খবর । 
যেতে হবে ছেড়ে জানি 
আরামের বালাখানা,  
তবু কেন তুমি ও ভাই ভেবে দেখো না । 
কুরআনের পাখি......

দুনিয়ার মোহে তুমি 
ভুলে গেছো আখেরাত, 
পার হবে কেমন করে 
ওই পুলসিরাত ।
তুমি জীবনের প্রতিটি ক্ষণ 
করো বিবেচনা, 
ক্ষমা পেতে রবের পথে ফিরে এসোনা ।।
কুরআনের পাখি...... ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন