শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

ঝুলতে রাজি ওই ফাঁসিতে

.....দেশের গান.....
ঝুলতে রাজি ওই ফাঁসিতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ঝুলতে রাজি ওই ফাঁসিতে
সত্যের উপর থেকে, 
আনন্দিত হবো সেদিন
বিজয় পতাকা দেখে । 
শত শহীদান রক্ত দিয়ে 
দেশটি গেছেন রেখে,  
আমর স্বদেশ রাখতে ওভাই 
রাখবো চোখটি চোখে ।
বিজয় পতাকা দেখে... 

আবু জেহেলের ওই বাহিনী 
আছে পদে পদে, 
ন্যায়ের পথে চলতে বাধা 
ফেলতে বিপদে । 
এই বাধা পথ মাড়িয়ে মোরা 
রাখবো দেশটি সুখে ।
বিজয় পতাকা দেখে... 

কতো মা আজ সন্তান হারা 
নেই যে তারা সুখে, 
ওই মায়েদের কষ্ট গুলো
বুঝবে কে আজ থেকে !
আর হারাতে দেবোনা মা 
থাকবো ভাইয়ের পাশে দুঃখে।
বিজয় পতাকা দেখে... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন